যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক

ঋষি সুনক পদত্যাগ করার পরেই বরিস জনসনের পতনের শুরু হয়। ছবি: রয়টার্স
ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক। ছবি: রয়টার্স

লিজ ট্রাসের পদত্যাগের পর যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনক।

আজ সোমবার সন্ধ্যায় বিবিসি এ তথ্য জানিয়েছে।

প্রথম ব্রিটিশ এশিয়ান এবং এক শতকের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রী হচ্ছেন ঋষি সুনক।

দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী পেনি মরডান্ট কনজারভেটিভ পার্টির মনোনয়ন বন্ধের চূড়ান্ত মিনিটে নেতৃত্ব প্রতিযোগিতা থেকে বাদ পড়েছেন।

এর ৭ সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব প্রতিযোগিতায় লিজ ট্রাসের কাছে হেরে গিয়েছিলেন ঋষি সুনক।

সাবেক চ্যান্সেলর ঋষি সুনক কনজারভেটিভ পার্টির অর্ধেকেরও বেশি এমপির সমর্থন পেয়েছেন।   

গত বৃহস্পতিবার লিজ ট্রাস প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদ থেকে পদত্যাগ করার পর কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়।

কে এই ঋষি সুনক

ব্রিটিশ রাজনীতির টালমাটাল অবস্থায় হঠাৎই ঋষি সুনক অতি-আলোচিত একটি নাম হয়ে উঠেন।

যুক্তরাজ্যের প্রথম হিন্দু চ্যান্সেলর অব এক্সচেকার ছিলেন তিনি। ২০২০ সালে বরিস জনসন তাকে 'চ্যান্সেলর অব এক্সচেকার' হিসেবে নিয়োগ দেন। 

৪২ বছর বয়সী সুনকের সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব উপস্থিতি রয়েছে। এ ছাড়া, মহামারির সময়ে দেশটির অর্থনীতিকে এগিয়ে নিতে তার ভূমিকার জন্য বেশ প্রশংসা কুড়িয়েছেন।

কিন্তু জীবনযাপনে ক্রমবর্ধমান ব্যয় বৃদ্ধির বিষয়ে সরকারি সহায়তার বিষয়টি প্রত্যাখ্যান করায় তার জনসমর্থনে কিছুটা ভাটাও পড়েছিল।

সুনকের ডাকনাম 'ডিশি'। করোনা মহামারির সময় ব্যবসায়ী ও কর্মীদের জন্য আর্থিক প্যাকেজ ঘোষণা করে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন। তবে স্ত্রীর কর-সংক্রান্ত এক ঝামেলার জেরে প্রশ্নবিদ্ধ হন ঋষি। 

এ ছাড়া, তিনি লকডাউনের মধ্যে ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের পার্টিতে যোগ দেওয়ায় জরিমানার মুখে পড়েছিলেন।

ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তির মেয়ে অক্ষত মূর্তি তার স্ত্রী। 

Comments

The Daily Star  | English

Govt publishes gazette of 1,558 injured July fighters

Of them, 210 have been enlisted in the critically injured "B" category, while the rest fall under the "C" category of injured fighters

4h ago