ইউক্রেন যুদ্ধের অবসান চান পুতিন: সাউথ চায়না মর্নিং পোস্ট

ইউক্রেন যুদ্ধ
ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স ফাইল ফটো

ইউক্রেনে চলমান যুদ্ধের সমাপ্তি চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কূটনৈতিক উপায়ে এর সমাধান চান তিনি।

আজ শুক্রবার চীনের সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গতকাল বৃহস্পতিবার প্রেসিডেন্ট পুতিন বলেছেন যে, রাশিয়া চলমান ইউক্রেন যুদ্ধের অবসান চায় এবং তা অবশ্যই কূটনৈতিক উপায়ে হতে হবে।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাম্প্রতিক সফরের সময় হোয়াইট হাউস বলেছিল, প্রেসিডেন্ট পুতিন সমঝোতা করতে 'তেমন আগ্রহই দেখাচ্ছেন না'।

এমনকি, ইউক্রেনে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থা প্যাট্রিয়ট মোতায়েনের কথা বলা হলে পুতিন অবজ্ঞার সুরে বলেছিলেন, প্যাট্রিয়টের 'প্রতিষেধক' আছে।

এসবের একদিন পর, প্রেসিডেন্ট পুতিন যুদ্ধ বন্ধের আগ্রহের কথা জানালেন।

পুতিন বলেন, 'যুদ্ধকে আরও বেগবান করা আমাদের লক্ষ্য নয়। বরং আমরা যুদ্ধের অবসান চাই। আমরা এর সমাপ্তি চাই। যত দ্রুত তা বন্ধ করা যাবে ততই মঙ্গল।'

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট পুতিন সাংবাদিকদের বলেছেন, 'আমি বহুবার বলেছি, শত্রুতা বাড়ালে তা ক্ষতিই ডেকে আনে। কমবেশি সব যুদ্ধই কূটনৈতিক উপায়ে শেষ হয়।'

তবে পুতিন কোথায় এ কথা বলেছেন তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

প্রেসিডেন্ট পুতিন আরও বলেন, 'যত দ্রুত সম্ভব আলোচনায় বসা উচিত। চুক্তি করা উচিত। যারা আমাদের বিরোধিতা করেন তাদের মধ্যে যত দ্রুত এই উপলব্ধি আসবে ততই মঙ্গল।'

রাশিয়া বলেছে, ইউক্রেন আলোচনা প্রত্যাখ্যান করছে। অন্যদিকে, কিয়েভ বলছে—রাশিয়াকে অবশ্যই হামলা বন্ধ করতে হবে এবং ইউক্রেনের দখলকৃত এলাকা ছেড়ে দিতে হবে।

গত ২৪ ফেব্রুয়ারি পরাশক্তি রাশিয়া প্রতিবেশী ইউক্রেনে 'বিশেষ সামরিক অভিযান' শুরুর ১০ মাস পরও সেখানে তেমন কোনো সামরিক সাফল্য দেখাতে পারেনি।

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

11h ago