ইউক্রেনে পুতিন ব্যর্থ: ন্যাটো মহাসচিব

ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে ব্যর্থ হচ্ছেন।
বেলজিয়ামের ব্রাসেলসে এক ব্রিফিংয়ে ন্যাটোর সেক্রেটারি জেনারেল জেনস স্টোলটেনবার্গ। ১১ অক্টোবর, ২০২২। ছবি: রয়টার্স

ন্যাটো মহাসচিব জেনস স্টলেনবার্গ বলেছেন, প্রেসিডেন্ট পুতিন ইউক্রেনে ব্যর্থ হচ্ছেন।

আজ মঙ্গলবার ব্রাসেলসে জোটের বৈঠকের আগে জেনস স্টলেনবার্গ একটি সংবাদ সম্মেলনে এ কথা বলেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, রুশ প্রেসিডেন্টের 'সংযুক্তির চেষ্টা, আংশিক সংহতি এবং বেপরোয়া পারমাণবিক বাগাড়ম্বর' যুদ্ধ শুরুর পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উত্তেজনাকর দিক ছিল।

স্টলেনবার্গ বলেন, ন্যাটো ইউক্রেনের প্রতি তাদের সমর্থন বাড়িয়ে তুলবে। যেন তারা (ইউক্রেনীয়রা) নিজেদের রক্ষা করতে পারে এবং রাশিয়ার দখলদারিত্ব থেকে অঞ্চলগুলোকে মুক্ত করতে পারে।

যখন রাশিয়া ক্রমবর্ধমানভাবে বেসামরিক নাগরিক এবং সমালোচনামূলক অবকাঠামোর ওপর ভয়াবহ ও নির্বিচারে আক্রমণ চালাচ্ছে, তখন ইউক্রেনের গতি আছে এবং উল্লেখযোগ্য অগ্রগতি অব্যাহত রয়েছে বলে মন্তব্য করে তিনি।

Comments