সাবেক পোপ বেনেডিক্ট মারা গেছেন

সাবেক পোপ বেনেডিক্ট আজ শনিবার ভ্যাটিকান সিটিতে মারা গেছেন।
সাবেক পোপ বেনেডিক্ট। ছবি: রয়টার্স

সাবেক পোপ বেনেডিক্ট আজ শনিবার ভ্যাটিকান সিটিতে মারা গেছেন।

হলি সির মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মুখপাত্র ম্যাটিও ব্রুনি এক বিবৃতিতে বলেছেন, 'দুঃখের সঙ্গে জানাচ্ছি, পোপ ইমেরিটাস, বেনেডিক্ট ষোড়শ, আজ ভ্যাটিকানের মেটার ইক্লেসিয়া মনেস্ট্রিতে ৯টা ৩৪ মিনিটে মারা গেছেন।'

পোপ বেনেডিক্টের হয়েছিল ৯৫ বছর। ২০১৩ সালে পদত্যাগের পর থেকে যে ভবনটিতে তিনি থাকতেন, সেখানেই তার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভ্যাটিকান সিটি জুড়ে বিশেষ ঘণ্টা বেজে ওঠে।

ভ্যাটিকান থেকে জানানো হয়েছে, আগামী সোমবার থেকে পোপ বেনেডিক্টের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকায় রাখা হবে। ৫ জানুয়ারি সকালে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পোপ ফ্রান্সিস।

পোপ বেনেডিক্টের মৃত্যুতে বিশ্বের বিভিন্ন দেশের নেতারা শোক জানিয়েছেন।

Comments