জার্মানিতে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২৫

জার্মানিতে অভ্যুত্থান ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার ২৫
জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। ছবি: রয়টার্স

জার্মানিতে অভ্যুত্থানের মাধ্যমে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে দেশজুড়ে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বিবিসি জানায়, অতি ডানপন্থী ও সামরিক বাহিনী থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের একটি দল পার্লামেন্ট ভবন রাইখস্ট্যাগে হামলা চালিয়ে ক্ষমতা দখলের পরিকল্পনা করেছিল।

ত্রয়োদশ হেনরিখ নামের ৭১ বছরের একজন ব্যক্তি এই ষড়যন্ত্রের প্রধান নেতা ছিল বলে জানা গেছে। তাকে 'প্রিন্স' হিসেবে আখ্যায়িত করা হয়।

ফেডারেল প্রসিকিউটররা জানিয়েছেন, দেশটির ১১টি প্রদেশ থেকে গ্রেপ্তারকৃতদের মধ্যে ২জনকে প্রধান নেতা হিসেবে শনাক্ত করা হয়েছে।

ষড়যন্ত্রকারীদের মধ্যে চরমপন্থী রাইখসবার্গার মুভমেন্টের সদস্যরাও রয়েছে বলে জানা গেছে। এই সংগঠনটির সদস্যরা আধুনিক জার্মান রাষ্ট্রকে স্বীকৃতি দেয় না। হিংসাত্মক হামলা ও বর্ণবাদী ষড়যন্ত্র তত্ত্বের জন্য দীর্ঘদিন ধরে তারা পুলিশের নজরদারিতে ছিল।

Comments

The Daily Star  | English

Ending impunity for crimes against journalists

Though the signals are mixed we still hope that the media in Bangladesh will see a new dawn.

7h ago