সব ধরনের ডিভাইস বন্ধ, লেবাননে ইসরায়েলের পেজার বিস্ফোরণে সতর্ক ইরান

লেবানন জুড়ে পেজার বিস্ফোরণে আহতদের একজনকে দেখতে তেহরানের একটি হাসপাতালে যান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি: রয়টার্স

ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) তাদের সদস্যদের সব ধরনের যোগাযোগ ডিভাইস পরিহার করার নির্দেশ দিয়েছে। লেবাননে দুই দফা ডিভাইস বিস্ফোরণের পর এই নির্দেশ দেয় আইআরজিসি।

একজন ইরানি নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানায়, কর্মীদের ব্যবহৃত সব ধরনের ডিভাইস পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে বড় অভিযান শুরু করেছে আইআরজিসি। ইরানের নিরাপত্তাবাহিনীর বেশিরভাগ ডিভাইসই তাদের নিজে দেশে তৈরি, কিংবা চীন ও রাশিয়া থেকে আমদানি করা।

বর্তমানে আইআরজিসির ভেতর ইসরায়েলের অনুপ্রবেশ নিয়ে শঙ্কিত ইরান। বাহিনীর ভেতর ইসরায়েলের বেতনভুক্ত এজেন্ট থাকতে পারে, এমন সন্দেহে আইআরজিসির মধ্য ও উচ্চপদস্থ সদস্যদের ওপর তদন্ত শুরু হয়েছে।

এই তদন্তের আওতায় সবার ব্যাংক অ্যাকাউন্ট, ভ্রমণ ইতিহাস ও পরিবারের অ্যাকাউন্টগুলো খতিয়ে দেখা হবে।

যোগাযোগ ডিভাইস পরিহার করার পর এখন কীভাবে বাহিনীটি ভেতরের যোগাযোগ অব্যাহত রাখছে, সে ব্যাপারে রয়টার্সকে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান ওই নিরাপত্তা কর্মকর্তা।

লেবাননের জোড়া বিস্ফোরণের পর ইরানেও উদ্বেগ ছড়িয়ে পড়ে। রয়টার্স জানায়, ঘটনার তদন্ত করতে আইআরজিসি কর্মকর্তারা হিজবুল্লাহর সঙ্গে যোগাযোগ করেছেন এবং বেশ কয়েকটি বিস্ফোরিত ডিভাইস পরীক্ষা-নিরীক্ষার জন্য তেহরানে আনার ব্যবস্থা করেছেন।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী ফিরাস আল-আবিয়াদ জানিয়েছেন, লেবাননে দুই দফা ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে ৩৭ জন নিহত এবং দুই হাজার ৯৩১ জন আহত হয়েছেন।

Comments