ইরানের প্রথম হাইপারসনিক ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র ‘ফাত্তাহ’

ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'ফাত্তাহ'। ছবি: ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ মাধ্যম আইআরএনএ'র আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে সংগৃহীত
ইরানের প্রথম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র 'ফাত্তাহ'। ছবি: ইরানের রাষ্ট্রায়ত্ব সংবাদ মাধ্যম আইআরএনএ'র আনুষ্ঠানিক টুইটার পেজ থেকে সংগৃহীত

ইরান তাদের প্রথম হাইপারসনিক ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র নির্মাণ করেছে।

আজ মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ইরানের অভ্যন্তরীণ সম্পদ ও উপকরণ দিয়ে তৈরি এই ক্ষেপণাস্ত্রের বিষয়টি প্রথম জানায় ইরানের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদ মাধ্যম আইআরএনএ এজেন্সি। বিশ্লেষকদের মতে, এ ঘোষণায় তেহরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্কে আরও টানাপড়েন দেখা দেবে।

'ফাত্তাহ' নামের এই ক্ষেপণাস্ত্রের ছবি প্রকাশ করেছে আইআরএনএ। এ বিষয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও ইরানের এলিট রেভোল্যুশনারি গার্ডের শীর্ষ কমাণ্ডাররা অংশ নেন।

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে অন্তত ৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং এটি 'জটিল গতিপথ' অনুসরণ করতে পারে, যার ফলে রাডার বা অন্যান্য প্রথাগত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে একে চিহ্নিত করা বেশ কঠিন হয়ে পড়ে।

এ বিষয়ে টুইটারে একটি পোস্ট করে আইআরএনএ। 

 

Comments

The Daily Star  | English

Has IMF experiment delivered?

Two years after Bangladesh turned to the International Monetary Fund (IMF) for a $4.7 billion bailout to address its worsening macroeconomic pressures, the nation stands at a crossroads.

10h ago