বিশ্বের সবচেয়ে বড়-নিখুঁত হীরা দুবাইয়ে
বিশ্বের সবচেয়ে বড় ও নিখুঁত হীরা প্রদর্শনীর জন্য দুবাইয়ে রাখা হয়েছে। ১৫ কোটি ডলারের এই হীরা রাখা আছে দুবাই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে (ডিআইএফসি) সোথবিস এর গ্যালারিতে।
গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোল্ডেন ক্যানারি ডিম্বাকৃতির হলুদ হীরাটির ওজন ৩০৩ দশমিক ১০ ক্যারেট।
জিওলজিক্যাল ইনস্টিটিউট অব আমেরিকার মতে, এটি বিশ্বের সবচেয়ে বড় ও নিখুঁত হীরা।
নিলাম প্রতিষ্ঠান সোথবিস এই দুর্লভ হীরা সারা বিশ্বে প্রদর্শন করবে। প্রদর্শনীর প্রথম যাত্রা হিসেবে এটি দুবাইয়ে আনা হয়েছে।
দুবাইয়ে পর এটি তাইপে, হংকং ও জেনেভায় প্রদর্শন করা হবে। এরপর তা আগামী ৭ ডিসেম্বর বিক্রির জন্য রাখা হবে নিউইয়র্কে।
প্রতিবেদন অনুসারে, প্রাথমিকভাবে হীরাটির দাম ১৫ কোটি ডলার রাখা হলেও আয়োজকরা নিলামের মাধ্যমে তা সবচেয়ে বেশি দামে বিক্রির চেষ্টা করবেন।
গত সেপ্টেম্বরে সোথবিস তাদের সংগ্রহে থাকা বিশ্বের অন্যতম নিখুঁত গোলাপি হীরা দুবাইয়ে প্রদর্শন করেছিল। এরপর, সেটি সেখান থেকে সিঙ্গাপুর, তাইপে ও হংকংয়ে পাঠানো হয়।
Comments