পুতিনের সঙ্গে কমান্ডার ত্রোশেভের বৈঠক, তিনিই হতে পারেন ভাগনার প্রধান

পুতিন ও প্রতিরক্ষা উপমন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরোভের সঙ্গে বৈঠক করছেন ত্রোশেভ (সবার ডান)। ছবি: রয়টার্স
পুতিন ও প্রতিরক্ষা উপমন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরোভের সঙ্গে বৈঠক করছেন ত্রোশেভ (সবার ডান)। ছবি: রয়টার্স

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভাড়াটে সেনার দল ভাগনারের সাবেক শীর্ষ নেতা আন্দ্রেই ত্রোশেভের সঙ্গে বৈঠক করেছেন। ধারণা করা হচ্ছে, তিনিই হতে পারেন ভাগনারের পরবর্তী প্রধান। 

আজ শুক্রবার এ বিষয়টি জানিয়েছে রয়টার্স। 

এই বৈঠকে কীভাবে ইউক্রেন যুদ্ধে 'স্বেচ্ছাসেবক যোদ্ধাদের' ঠিকমতো কাজে লাগানো যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, যার মধ্যে ভাগনারও অন্তর্ভুক্ত। 

পশ্চিমা বিশ্লেষকদের মতে, এই বৈঠকের মাধ্যমে ক্রেমলিন বাকি বিশ্বকে জানাতে চেয়েছে যে তারা ভাগনারের ওপর আধিপত্য স্থাপন করতে সক্ষম হয়েছে। গত জুনে তৎকালীন প্রধান ইয়েভগেনি প্রিগোশিনের নেতৃত্বে দলটি রুশ সামরিক বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে। সে বিদ্রোহ দমনের পর আগস্টে ভাগনারের একাধিক জ্যেষ্ঠ কমান্ডারসহ প্রিগোশিন উড়োজাহাজ দুর্ঘটনায় প্রাণ হারান।

রাশিয়ার কমেরসান্ত সংবাদপত্র জানিয়েছে, ভাগনার বিদ্রোহের অল্পদিন পর পুতিন ভাগনারের যোদ্ধাদের যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রস্তাব দেন। কিন্তু প্রিগোশিনের পরিবর্তে ত্রোশেভের হাতে নেতৃত্ব তুলে দেওয়ার সুপারিশ করেন।

ক্রেমলিন জানিয়েছে, পুতিন ও প্রতিরক্ষা উপমন্ত্রী ইউনুস-বেক ইয়েভকুরোভের সঙ্গে বৈঠক করেছেন ত্রোশেভ, যিনি তার কল সাইন 'সেদোই' বা 'ধূসর চুল' নামেই বেশি পরিচিত।

মনোযোগ দিয়ে পুতিনের কথা শুনছেন ত্রোশেভ (ডানে)। ছবি: রয়টার্স
মনোযোগ দিয়ে পুতিনের কথা শুনছেন ত্রোশেভ (ডানে)। ছবি: রয়টার্স

কীভাবে স্বেচ্ছাসেবক যোদ্ধারা যুদ্ধক্ষেত্রে নানা দায়িত্ব পালন করতে পারেন, সে বিষয়ে আলোচনা করেন পুতিন-ত্রোশেভ। পুতিন ত্রোশেভকে এ ধরনের কার্যক্রমের বিশেষজ্ঞ বলে অভিহিত করেন।

ক্রেমলিনে এই বৈঠক অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় টিভিতে এর অংশবিশেষ প্রচার করা হয়।

ত্রোশেভকে মনোযোগ দিয়ে পুতিনের কথা শুনতে ও মাথা নেড়ে সায় জানাতে দেখা যায়। তার হাতে ছিল একটি পেন্সিল।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ রিয়া সংবাদমাধ্যমকে জানান, ত্রোশেভ এখন প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কাজ করছেন।

২৩ আগস্ট প্রিগোশিনের মৃত্যুর পর থেকে অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে ভাগনারের ভাগ্য।

এই বৈঠক থেকে ধারণা করা হচ্ছে, ভাগনারের দেখভালের দায়িত্ব থাকবেন ত্রোশেভ ও উপমন্ত্রী ইয়েভকুরোভ। তবে তাদের ভূমিকা কী হবে, তা এখনো জানানো হয়নি। 

ত্রোশেভ ও পুতিন উভয়ই সেইন্ট পিটার্সবার্গ শহরের বাসিন্দা।

মনোযোগ দিয়ে পুতিনের কথা শুনছেন ত্রোশেভ (ডানে)। ছবি: রয়টার্স
মনোযোগ দিয়ে পুতিনের কথা শুনছেন ত্রোশেভ (ডানে)। ছবি: রয়টার্স

তিনি আফগানিস্তান ও চেচনিয়ায় রুশ বাহিনীতে বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছেন এবং তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ র‍্যাপিড রিয়েকশন বাহিনী 'এসওবিআর' এর সাবেক কমান্ডার।

ত্রোশেভকে ২০১৬ সালে রাশিয়ার সর্বোচ্চ সামরিক অ্যাওয়ার্ড 'হিরো অব রাশিয়া' (রাশিয়ার বীর) পদকে ভূষিত করা হয়। সিরিয়ার পালমাইরাতে আইএসের জঙ্গিদের বিরুদ্ধে ঝটিকা অভিযানের নেতৃত্ব দিয়ে তিনি এই পদক অর্জন করেন।

Comments

The Daily Star  | English

Over 102,000 annual deaths in Bangladesh linked to air pollution

Study also finds air pollution behind 266 million sick days every year hurting the economy

1h ago