ক্রিমিয়া-রাশিয়া সংযোগকারী রেলসেতুর উপর জ্বালানি ট্যাংকে আগুন
ক্রিমিয়া ও রাশিয়ার মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র রেলসেতুতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, আজ শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলছে, একটি জ্বালানি ট্যাংকে আগুন লেগেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো উল্লেখ করা হয়নি।
ভিডিও ফুটেজে দেখা গেছে, কের্চ প্রণালীর রেল সেতুর একটি ট্রেনে আগুন ধরেছে। সংলগ্ন সড়ক সেতুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে হচ্ছে। ইউক্রেনে সামরিক সরঞ্জাম নেওয়ার জন্য সেতুটি ব্যবহার করা হয়।
রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা রিয়া নোভোস্তির বরাত দিয়ে ক্রিমিয়ার প্রধানের একজন উপদেষ্টা বলেন, আগুন নেভানোর কাজ চলছে।
এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
ক্রিমিয়ার এই সেতুটি ইউক্রেনীয় বাহিনীর জন্য একটি মূল লক্ষ্য বলে মনে করা হয়।
২০১৪ সালে মস্কোর সঙ্গে ক্রিমিয়া সংযুক্ত হওয়ার ৪ বছর পর ২০১৮ সালে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কের্চ প্রণালীর উপর সেতুটি উদ্বোধন করেন।
এই ক্রসিংটি ইউক্রেনের নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ১০০ মাইলেরও বেশি দূরে। একজন বিস্ফোরক বিশেষজ্ঞ জানান, সম্ভবত ক্ষেপণাস্ত্রের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, 'নিচ থেকে একটি সুপরিকল্পিত হামলাই এর কারণ হতে পারে।'
Comments