‘প্রয়োজনে’ রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার আছে: মেদভেদেভ
রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছেন, 'যদি প্রয়োজন হয়' তাহলে রাশিয়ার পারমাণবিক অস্ত্র ব্যবহারের অধিকার আছে এবং এটি কোনো 'ধোঁকাবাজি নয়'।
আজ মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যানের দায়িত্বে আছেন। মেদভেদেভ বলেছেন- হুমকি মোকাবিলায় মস্কোকে জবাব দিতে হবে, যদি তাদের 'সীমার বাইরে' ঠেলে দেওয়া হয়।
তিনি সতর্ক করে দিয়ে বলেন, রাশিয়া 'খুব বেশি আলোচনা ছাড়াই' প্রতিক্রিয়া জানাবে। কারণ, রাশিয়া নিয়ন্ত্রিত ইউক্রেনের অংশের রাশিয়ান ফেডারেশনে যোগ দেওয়া উচিত কিনা তার গণভোট নিয়ে পশ্চিমাদের সঙ্গে উত্তেজনা বাড়ছে।
টেলিগ্রামে মেদভেদেভ লিখেছেন, তিনি বিশ্বাস করেন ন্যাটো 'এই পরিস্থিতিতে সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না'।
Comments