রুশ বিমানঘাঁটিতে বিস্ফোরণ, হামলা হয়নি দাবি মস্কোর
ক্রিমিয়া উপদ্বীপে রুশ বিমানঘাঁটিতে বেশ কয়েকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন। মস্কো জানিয়েছে, বিস্ফোরণ হলেও ঘাঁটিতে কোনো হামলা হয়নি।
গতকাল মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদোলিয়াক বলেছেন, এই হামলা 'অন্তর্ঘাতমূলক' হতে পারে। তবে কিয়েভ এর জন্য দায়ী নয় বলেও দাবি করেন তিনি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উপদ্বীপের পশ্চিম উপকূলে সাকি বিমানঘাঁটিতে 'গোলাবারুদের ডিপোতে বিস্ফোরণ' ঘটেছে।
মন্ত্রণালয় আরও জানায়, ঘাঁটিতে কোনো হামলা হয়নি। কোনো সরঞ্জামও নষ্ট হয়নি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ৩টা ২০ মিনিটের দিকে অন্তত ১২ বার বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ক্রিমিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এ ঘটনায় এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৮ জন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে মন্ত্রণালয় আরও জানিয়েছে, এ ঘটনার পর ৫ কিলোমিটার এলাকাজুড়ে যাতায়াত বন্ধ রাখা হয়েছে।
প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা পদোলিয়াক ডোঝদ অনলাইন টেলিভিশন চ্যানেলকে বলেছেন, 'এ ঘটনায় কোনোভাবেই কিয়েভ দায়ী নয়।'
প্রতিবেদন অনুসারে, স্বল্প সময়ের মধ্যে ইউক্রেনের দক্ষিণাঞ্চলে হামলা চালানোর জন্য ইউক্রেনের দক্ষিণ সীমান্তে অবস্থিত ক্রিমিয়ার সাকি বিমানঘাঁটি ব্যবহৃত হয়।
Comments