৪ থাই নাগরিকসহ ১৭ জনকে মুক্তি দিলো হামাস, ইসরায়েল ছাড়ল ৩৯ ফিলিস্তিনিকে

ইসরায়েলের কারাগার থেকে গতকাল শনিবার ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া পর রেডক্রসের গাড়িতে করে তাদের নিয়ে আসা হয়। ছবি: এএফপি

ইসরায়েলের কারাগার থেকে ৩৯ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি কারা কর্তৃপক্ষ।

গতকাল শনিবার রাতে তাদের মুক্তি দেওয়া হয় বলে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে।

শুক্রবার হামাস ১৩ ইসরায়েলি জিম্মি ও চার থাই নাগরিককে মুক্তি দেওয়ার পর এই ফিলিস্তিনিদের মুক্তি দিলো ইসরায়েল।

মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি ও ইসরায়েলিরা সবাই নারী ও শিশু।

চুক্তির পর এনিয়ে দুই দফায় ৭৮ ফিলিস্তিনি বন্দিকে ইসরায়েল মুক্তি দিয়েছে বলে জানিয়েছে কাতারভিত্তিতক সংবাদমাধ্যম আলজাজিরা।

ইসরায়েল-হামাসের মধ্যে চার দিনের যুদ্ধবিরতি চলছে। এসময়ে ৫০ ইসরায়েলি ও ১৫০ জন ফিলিস্তিনি বন্দি মুক্তি দেওয়ার কথা রয়েছে।

তবে বন্দি মুক্তির এই সময়েও ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে চালানো অভিযানে অনেক ফিলিস্তিনিকেই প্রতিদিনই গ্রেপ্তার করা হচ্ছে।

শনিবার ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাব জানিয়েছে বন্দি মুক্তির প্রথম দিনে ইসরায়েল ৩৯ ফিলিস্তিনিকে মুক্তি দিলেও একই দিন পশ্চিম তীরে কমপক্ষে ১৭ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েল।

এমনি এই ৭৮ জনের মুক্তির পরও ৮ হাজারের বেশি ফিলিস্তিনি ইসরায়েলের কাছে রয়েঠে যার মধ্যে ২ হাজার ২০০ জনের বেশি প্রশাসনিক বন্দি রয়েছে যাদের কোনো অভিযোগ বা বিচার ছাড়াই আটকে রাখা হয়েছে।

 

Comments