৫০ জিম্মির বিনিময়ে গাজায় ৪ দিনের যুদ্ধবিরতি, মুক্তি পাবে ১৫০ ফিলিস্তিনিও

হামাসের বার্তায় আরও বলা হয়, কাতার ও মিশরের মধ্যস্থতায় নিশ্চিত হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শিশু ও নারীসহ ৫০ জিম্মির মুক্তির পাশাপাশি শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সব এলাকায় প্রবেশের অনুমতি পাবে।
হামাসের হাতে জিম্মি
ইসরায়েলের পার্লামেন্টের সামনে জিম্মিদের মুক্তির দাবি নিয়ে স্বজনদের সমাবেশ। ছবি: রয়টার্স ফাইল ফটো

যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মধ্যে ৫০ জনের বিনিময়ে সেখানে চার দিনের যুদ্ধবিরতি রাজি হয়েছে ইসরায়েল ও হামাস। এ ছাড়াও, হামাস এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েলের কারাগারে বন্দি ১৫০ জনকে মুক্তি দেওয়া হবে।

আজ বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন'র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের মন্ত্রিসভায় অনুমোদিত যুদ্ধবিরতি চুক্তিতে হামাসের সশস্ত্র বাহিনীর হাতে জিম্মি নারী ও শিশুসহ ৫০ জনকে মুক্তি দেওয়া হবে। বিনিময়ে ইসরায়েল গাজায় চারদিন কোনো সামরিক অভিযান চালাবে না।

এই যুদ্ধবিরতির মেয়াদ আরও বাড়তে পারে উল্লেখ করে ইসরায়েলি সরকারের বার্তায় বলা হয়, প্রতি একদিনের বিরতির জন্য ১০ জিম্মিকে মুক্তি দিতে হবে।

তবে বার্তায় জিম্মিদের মুক্তির পর ইসরায়েল হামাসকে 'নিশ্চিহ্ন' করতে আবার অভিযান শুরু করবে বলেও বার্তায় বলা হয়েছে।

সরকারি বার্তায় ইসরায়েলের কারাগারে বন্দি ফিলিস্তিনি শিশু ও নারীদের মুক্তি বিষয়ে কিছু না বলা হলেও হামাসের বার্তায় বলা হয়েছে, চুক্তির অংশ হিসেবে শিশু ও নারীসহ ১৫০ ফিলিস্তিনিকে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি দেওয়া হবে।

হামাসের বার্তায় আরও বলা হয়, কাতার ও মিশরের মধ্যস্থতায় নিশ্চিত হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শিশু ও নারীসহ ৫০ জিম্মির মুক্তির পাশাপাশি শত শত ত্রাণবাহী ট্রাক গাজার সব এলাকায় প্রবেশের অনুমতি পাবে।

Comments