ব্যাংকার আনোয়ারুল আমীনকে যেভাবে স্মরণ করলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ
'বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যাংকার আনোয়ারুল আমীন আজ সকালে ইন্তেকাল করেছেন। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তীকালে লন্ডনে তদানীন্তন পাকিস্তানের ইস্টার্ন ব্যাংকিং করপোরেশনের শাখার দায়িত্বে থাকাকালীন তিনি ব্রিটিশ কর্তৃপক্ষের কাছে সফলভাবে একে বাংলাদেশের মালিকানার ব্যাংক হিসেবে দাবি করেছিলেন এবং ওই শাখায় রক্ষিত বৈদেশিক মুদ্রাও রক্ষা করতে পেরেছিলেন।'
ব্যাংকার আনোয়ারুল আমীনের মৃত্যুর সংবাদ শোনার পর তার সম্পর্কে স্মৃতিচারণ করে নিজের ফেসবুকে কথাগুলো লিখেছেন বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
তিনি আরও লিখেছেন, 'এই দেনদরবার সহজ ছিল না, কারণ মালিকানার প্রশ্ন ছাড়াও ব্রিটিশ সরকারের বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার বিষয়ও ছিল (যে স্বীকৃতি দেওয়া হয়েছিল ১৯৭২ সালের ৪ ফেব্রুয়ারি)। রাতারাতি ব্যাংকটির নাম পরিবর্তন করে উত্তরা ব্যাংক রাখা হয় এবং ১৯৭২ সালের ৩০ মার্চ একে বাংলাদেশের প্রথম বিদেশি শাখা ব্যাংক হিসেবে উদ্বোধন করা হয়।'
'লন্ডনের ফিনান্সিয়াল টাইমস পত্রিকায় তাকে নিয়ে প্রতিবেদন লেখা হয়। তার লেখা আত্মজীবনীর প্রচ্ছদের ছবিতে তাকে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা দিতে দেখা যাচ্ছে। বাংলাদেশের ব্যাংকিং খাত ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।'
প্রখ্যাত ব্যাংকার আনোয়ারুল আমীন আজ মঙ্গলবার সকালে রাজধানীর নিজ বাসভবনে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৮ বছর।
Comments