চট্টগ্রামে উচ্চ রক্তচাপ সচেতনতায় কর্মশালা

ছবি: সংগৃহীত

চট্টগ্রামে উচ্চ রক্তচাপ সংশ্লিষ্ট বিষয়ে সচেতনতা তৈরিতে এক কর্মশালা আয়োজিত হয়েছে।

রোববার নগরের জিইসি মোড়ের বোনজৌরে 'উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বাংলাদেশের অগ্রগতি এবং করণীয়' শীর্ষক এই কর্মশালা আয়োজিত হয়।

আয়োজনে বক্তারা বলেন, দেশে উচ্চ রক্তচাপের প্রকোপ উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। বিদ্যমান পরিস্থিতি নিয়ন্ত্রণে তৃণমূল পর্যায়ে উচ্চ রক্তচাপের ওষুধ বিনামূল্যে প্রদানের কাজ শুরু হয়েছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে না পারলে ভবিষ্যতে এর মাসুল দিতে হবে।

বক্তারা কার্যকরভাবে এ রোগের প্রকোপ নিয়ন্ত্রণের জন্য দেশের সব কমিউনিটি ক্লিনিকে উচ্চ রক্তচাপের ওষুধের প্রাপ্যতা নিশ্চিত করা প্রয়োজন করতে বলেন এবং একইসঙ্গে ওষুধের পর্যাপ্ত উৎপাদন নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দও জরুরি বলেও জানান।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় কর্মশালাটির আয়োজন করে প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)। কর্মশালায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন গণমাধ্যম প্রতিষ্ঠানে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার ২৭ জন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে সাংবাদিকরা উচ্চ রক্তচাপে আক্রান্ত ও মৃত্যুর হার বৃদ্ধির পেছনে দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ওষুধ না পাওয়া, কমিউনিটি ক্লিনিকগুলোর নাজুক অবস্থা, মানুষের মাঝে সচেতনতা বাড়াতে সরকারিভাবে উদ্যোগের অভাবকে দায়ী করেন।

অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জিএইচএআই বাংলাদেশ কান্ট্রি লিড মুহাম্মাদ রুহুল কুদ্দুস, অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্সের (আত্মা) কেন্দ্রীয় কমিটির সদস্য ও দৈনিক পূর্বকোণ পত্রিকার প্রধান প্রতিবেদক সাইফুল আলম, চট্টগ্রাম আত্মার আহ্বায়ক ও ইনডিপেন্ডেন্ট টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজ এবং প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের। কর্মশালায় বিষয়ভিত্তিক উপস্থাপনা তুলে ধরেন প্রজ্ঞার পরিচালক মো. শাহেদুল আলম এবং কোঅর্ডিনেটর সাদিয়া গালিবা প্রভা।

Comments

The Daily Star  | English

Matarbari project director sold numerous project supplies

Planning Adviser Prof Wahiduddin Mahmud today said the Matarbari project director had sold numerous project supplies before fleeing following the ouster of the Awami League government on August 5.

1y ago