বঙ্গমাতা এসএ গ্রুপ আন্তর্জাতিক স্কোয়াশ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন মিশরের ইব্রাহিম
দ্বিতীয় বঙ্গমাতা আন্তর্জাতিক স্কোয়াশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মিশরের ইব্রাহীম ইল্কাবানি। রানার্স আপ হয়েছেন মিশরের আরেক নাগরিক সাইক শিনাউয়া।
৫ দিনব্যাপী এই প্রতিযোগীতার ফাইনাল খেলা আজ শনিবার বিকেলে চট্টগ্রাম ক্লাব স্কোয়াশ কোর্টে অনুষ্ঠিত হয়েছে।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াসিকা আয়শা খান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব লিমিটেডের এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, ফেডারেশনের সহ সভাপতি মির্জা সালমান ইস্পাহানি, টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান এস এ গ্রুপের চেয়ারম্যান সাহাবুদ্দিন আলম, ফেডারেশনের সাধারণ সম্পাদক বিগ্ৰেডিয়ার জেনারেল (অব.) জিএম কামরুল ইসলাম, চট্টগ্রাম ক্লাব লিমিটেডের স্কোয়াশ কমিটির মেম্বার ইনচার্জ মো. সালামত উল্লাহ (বাহার) ও এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাজ্জাদ আরেফিন আলম।
প্রধান অতিথির বক্তব্যে ওয়াসিকা আয়শা খান বলেন, 'বর্তমান সরকার খেলাধুলার মান উন্নয়নে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় দেশের উদীয়মান খেলোয়াড়রা দেশের বাইরে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে। আমার বিশ্বাস বঙ্গমাতার স্মরণে আয়োজিত এই টুর্নামেন্ট থেকেই একদিন বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী খেলোয়াড় তৈরি হবে এবং দেশে ভাবমূর্তিকে বিশ্ব দরবারে তুলে ধরতে পারবে।'
Comments