অভিনয়শিল্পী-নির্মাতাদের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি

এসময় তাদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।
বৃষ্টি মাথায় নিয়ে শিক্ষার্থীদের পক্ষে দাঁড়ালেন অভিনয়শিল্পী-নির্মাতারা। ছবি: স্টার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফা দাবির প্রতি সংহতি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন চলচ্চিত্র, আলোকচিত্র, থিয়েটার এবং গণমাধ্যমসহ বিভিন্ন ভিজুয়াল মিডিয়ায় কর্মরতরা।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর ফার্মগেট মোড়ে সমবেত হন তারা।

ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

সমাবেশে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহিদুল আলম, অভিনেতা মোশাররফ করিম, চলচ্চিত্রকার আকরাম খান, নির্মাতা আশফাক নিপুন, অভিনেতা সিয়াম আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, অভিনেত্রী সাবিলা নূর, চলচ্চিত্রকার অমিতাভ রেজা, পিপলু আর খান, রেদওয়ান রনি, আদনান আল রাজিব, অভিনেতা ইরেশ জাকের ও তার স্ত্রী মীম, নাজিয়া হক অর্ষা, সৈয়দ আহমেদ শাওকি, ওয়াহিদ তারেক, ঋতু সাত্তার, দীপক সুমন, আরমিন মুসা, প্রবর রিপন, শঙ্খ দাশগুপ্ত, শাহানা রহমান সুমি, রাকা নওশিন নওয়ার এবং অভিনেত্রী নাদিয়াসহ অনেকে।

ছবি: পলাশ খান/স্টার

এসময় তাদের বৃষ্টিতে ভিজে বক্তব্য রাখতে দেখা যায়।

ছবি: পলাশ খান/স্টার

বক্তব্যে তারা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী হত্যার বিচার, গণগ্রেপ্তার ও মামলা বন্ধের আহ্বান জানান।

Comments

The Daily Star  | English

$800m repayment to Russia in limbo

About $809 million has piled up in a Bangladesh Bank escrow account to repay loans and interest for the Russia-funded Rooppur Nuclear Power Plant.

10h ago