চট্টগ্রামে লালদীঘি ময়দানে গায়েবানা জানাজা
চট্টগ্রামে ছাত্রলীগ ও যুবলীগের হামলায় গতকাল নিহত তিন জনের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে নগরের বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে লালদীঘি মাঠে জড়ো হন শিক্ষার্থীরা।
এর আগে থেকেই পুলিশ লালদীঘি এলাকায় অবস্থান নেয়। গায়েবানা জানাজার আগে পুলিশের সাউন্ড গ্রেনেডের গাড়ি লালদীঘি এলাকায় এলে চড়াও হয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
পরে গাড়িটি শিক্ষার্থীদের সামনে থেকে সরিয়ে নেওয়া হয়।
জানাজা শেষে ৪টা ২০ মিনিটে মাঠ ছাড়ে আন্দোলনকারীরা। পরে তারা আন্দরকিল্লা হয়ে মুরাদপুরে দিকে রওনা দেয়।
অন্যদিকে, দুপুর থেকেই নগরীর বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা অবস্থান নিয়েছিল।
Comments