কোনো মহামানব দেশের গণতন্ত্রের সমাধান দেবে বিশ্বাস করার কারণ নেই: আমীর খসরু

সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ছবি: ভিডিও থেকে নেওয়া

কোনো মহামানব গণতন্ত্রের সমাধান দেবে, এটা দেশের বিশ্বাস করার কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

আজ সোমবার বিএনপির সঙ্গে কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন তিনি।

আমীর খসরু বলেন, 'যেসব রাজনৈতিক দল শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় লড়াই করেছে, এমন প্রায় ৫০টি দল পরিষ্কারভাবে ব্যক্ত করেছে ডিসেম্বরের আগে নির্বাচনের জন্য। এর সঙ্গে সংস্কারের ব্যাপারে যেখানে ঐকমত্য হবে সেই সংস্কারগুলো ইমিডিয়েটলি করে নির্বাচন কমিশনকে বলা হোক নির্বাচনের দিনক্ষণ ঠিক করে রোডম্যাপ দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার জন্য।'

তিনি বলেন, 'এখন কোনো একটা বিশেষ গোষ্ঠী সুবিধাভোগী গণতন্ত্রের বিরুদ্ধে গিয়ে জনগণের ভোটাধিকারের বিরুদ্ধে গিয়ে গণতন্ত্রকে সংস্কারের মুখোমুখি করছে। কোনো বেশি বিশেষ সুযোগ-সুবিধাভোগী বিরুদ্ধাচরণ করছে—এটা বুঝতে কষ্ট হওয়ার কোনো কারণ নেই।'

বিএনপির এই সিনিয়র নেতা বলেন, 'গত ১৬ বছরের যুদ্ধটা ছিল গণতন্ত্রের জন্য, বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার জন্য, জনগণের মালিকানা ফিরিয়ে আনার জন্য।'

'যেই সরকার জনগণের ভোটে নির্বাচিত হবে, তারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে সেটা যেই সরকারেই হোক,' যোগ করেন তিনি।

আমীর খসরু আরও বলেন, 'কোনো মহামানবকে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ আন্দোলন-সংগ্রাম করেনি ত্যাগ স্বীকার করেনি। আর কোনো মহামানব কোনো দেশের গণতন্ত্রের সমাধান দেবে—তার জন্য বাংলাদেশের জনগণকে অপেক্ষা করতে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নেই।'

Comments

The Daily Star  | English

Modi gives forces ‘operational freedom’

Vows ‘crushing blow to terrorism’ after meeting top security brass; Pak FM fears ‘imminent incursion’

1h ago