ভোটারদের ন্যূনতম বয়স ১৬ ও এমপিপ্রার্থীদের ২৩ করার সুপারিশ এনসিপির

এনসিপির সংবাদ সম্মেলন। ছবি: আনিসুর রহমান/স্টার

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আগামীকাল রোববার জাতীয় ঐকমত্য কমিশনের কাছে তাদের প্রাথমিক সংস্কার প্রস্তাবগুলো পেশ করবে। সেখানে এমপিপ্রার্থীদের ন্যূনতম বয়স ২৩ এবং ভোটারদের ন্যূনতম বয়স ১৬ বছর করার সুপারিশ থাকবে।

আজ শনিবার ঢাকার বাংলামোটরের রূপায়ন টাওয়ারে অবস্থিত এনসিপির কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

'গতবছরের অভ্যুত্থানকে বিশ্বব্যাপী "জেন-জি বিপ্লব" হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু অভ্যুত্থান-পরবর্তী নির্বাচনে বয়স ১৮ বছর না হওয়ার জন্য অনেক জেন-জি ভোট দিতে পারবে না। আমরা এটা যৌক্তিক মনে করি না,' বলেন সারোয়ার।

এ কারণে এনসিপি আনুষ্ঠানিকভাবে ভোটের বয়স ন্যূনতম ১৬ বছর করার প্রস্তাব দেবে বলে জানান তিনি।

এই এনসিপি নেতা আরও বলেন, সংবিধান সংস্কার কমিশন এমপি প্রার্থীদের ন্যূনতম বয়স ২১ বছরে নামানোর সুপারিশ করেছে। তবে একে একটু বেশি কম মনে করায় এনসিপি ন্যূনতম বয়স ২৩ বছর করার প্রস্তাব দেবে।

বর্তমানে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য প্রার্থীকে ন্যূনতম ২৫ বছর বয়সী হতে হয়।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে নিয়েও কথা বলেন সারোয়ার। দলটিকে 'রাষ্ট্রবিরোধী শক্তি' আখ্যা দিয়ে তিনি বলেন, 'স্পষ্টতই তারা ভারতের এজেন্ট'।

'তারা (আওয়ামী লীগ) কোনো আন্দোলন শুরু করলে একে প্রকৃত আন্দোলন হিসেবে স্বীকৃতি দেবো না আমরা। তারা শুধু দেশকে অস্থিতিশীল করার জন্য এসব করবে,' বলেন সারোয়ার।

গত বছরের ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা ও দলের অনেক নেতাকর্মীই ভারতে অবস্থান করছেন।

Comments

The Daily Star  | English

Former CEC ATM Shamsul Huda passes away at 83

As CEC, Huda oversaw the ninth parliamentary elections in 2008

1h ago