ফিলিস্তিনে যা হচ্ছে তা যুদ্ধ না, জাতিনিধন কর্মসূচি: রাষ্ট্র সংস্কার আন্দোলন

রাষ্ট্র সংস্কার আন্দোলন

ফিলিস্তিনের জনগণের ওপর ইসরায়েলের হামলায় গভীর উদ্বেগ জানিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।

আজ বৃহস্পতিবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির পরও একতরফাভাবে ফিলিস্তিনের ওপর অব্যাহত বিমান ও স্থল হামলা, গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস, বিদ্যুৎ ও পানির সংযোগ বিচ্ছিন্ন করা এবং খাদ্য ও চিকিৎসা সরবরাহে বাধা দিয়ে যাচ্ছে। এই নৃশংসতা সুস্পষ্ট মানবতাবিরোধী অপরাধ। সব মানবতাবাদী দেশকে ফিলিস্তিনি জনগণের ওপর অব্যাহত নিপীড়ন বন্ধ করতে কার্যকর রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ গ্রহণ করে ফিলিস্তিনের স্বাধীনতা আন্দোলনকে সমর্থন করতে আহ্বান জানায় রাষ্ট্র সংস্কার আন্দোলন।'

বিবৃতিতে আরও বলা হয়, 'ইসরায়েলের এই নৃশংস কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং দোষীদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আওতায় আনার জন্য পদক্ষেপ গ্রহণ করতে আরব বিশ্ব, জাতিসংঘ, পশ্চিমা বিশ্বসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এসব ঘৃণ্য জুলুমে যারা অর্থ, অস্ত্র এবং সমর্থন দিচ্ছেন, তাদের সে সমর্থন বন্ধ করারও আহ্বান জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন।'

'রাষ্ট্র সংস্কার আন্দোলন মনে করে ইসরায়েলের বন্ধুদেরও আজকে স্বীকার করতেই হবে, ফিলিস্তিনে যা হচ্ছে, সেটা কোনো যুদ্ধ না। এটা স্রেফ একটা জাতিনিধন কর্মসূচি। এই স্বীকারোক্তি আদায় সংকট সমাধানের একটি প্রধান ও গুরুত্বপূর্ণ ধাপ। এ লক্ষ্যে ড. ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সরকারকে উদ্যমী ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন', বিজ্ঞপ্তিতে যোগ করা হয়।

এতে আরও বলা হয়, 'বাংলাদেশের অনেক মিডিয়া ভিউ ব্যবসার অংশ হিসেবে ফিলিস্তিনে এই জাতিনিধন কর্মসূচিকে একটা যুদ্ধ হিসেবে তুলে ধরেন। এতে তারা ব্যবসায়িকভাবে লাভবান হয়, তাদের পশ্চিমা প্রভুরা খুশি হয়। কিন্তু ফিলিস্তিনের ওপর বিপদ বাড়ে এবং বাংলাদেশের ওপরও বিপদের আশঙ্কা বাড়ে।'

Comments

The Daily Star  | English
Pharmaceutical raw material import dependency Bangladesh

Heavy import reliance leaves pharma industry vulnerable

Despite success, Bangladesh's pharma industry hinges on imported raw materials

13h ago