শত্রুরা পেছন থেকে দেশকে আবার অস্থির করে তুলছে: ফখরুল
শত্রুরা পেছন থেকে দেশকে আবার অস্থির করে তুলছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, 'আপনাদেরকে বুঝতে হবে, আমাদের সেই শত্রুরা, যারা সামনে থেকে চলে গেছে, কিন্তু পেছনে থেকে তারা এ দেশকে আবার অস্থির করে তুলছে।'
এ সময় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে হোটেল লেকশোরে তারেক রহমানের জীবন ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে লেখা বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
ফখরুল আরও বলেন, 'দুর্ভাগ্যক্রমে আজকে একটা ভয়াবহ কাজ শুরু হয়েছে, যেটা হচ্ছে সংবাদপত্রের ওপর আঘাত। স্বাধীন মতামত প্রকাশের ক্ষেত্রে আঘাত। যার জন্য আমরা সব সময় সংগ্রাম করেছি, লড়াই করেছি।'
'এটা কোনোভাবেই কোনো সচেতন মানুষের, দেশপ্রেমী মানুষের মেনে নেওয়া উচিত নয়। আমি সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানাবো, এই ভয়াবহ আন্তহরণের কাজ থেকে সরে আসুন। গণতন্ত্রকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য সহযোগিতা করুন,' বলেন তিনি।
খালেদা জিয়ার সময়, বিএনপির সময় সংবাদপত্রের স্বাধীনতা সবচেয়ে বেশি ছিল বলেও এ সময় মন্তব্য করেন ফখরুল।
তিনি আরও বলেন, 'এই সরকারের পক্ষে সব কিছুই একত্রে করে ফেলা সম্ভব না। আমরা সংস্কারবিরোধী নই—নির্বাচন ছাড়া এই ধরনের সমস্যাগুলো, চ্যালেঞ্জকে মোকাবিলা করা সম্ভব না।'
বিএনপি মহাসচিব বলেন, 'দুর্ভাগ্য আমাদের, দেশের মানুষের কেন জানি না সহনশীলতার অভাব রয়েছে। একটু ধৈর্য ধরতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে। কারণ এই সরকার ফেল করলে অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা সেই আবারও অন্ধকারে চলে যাব।'
Comments