আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, সব প্রতিপক্ষ নির্বাচনে আসুক: খায়রুল কবির

খায়রুল কবির খোকন | ছবি: সংগৃহীত

বিএনপি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল উল্লেখ করে দলটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন বলেছেন, 'আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি আছে কিন্তু আমরা নিষিদ্ধ চাই না। আমরা নিষিদ্ধের রাজনীতিতে বিশ্বাস করি না।'

তিনি বলেন, বিএনপি চায় সব প্রতিপক্ষ নির্বাচনে আসুক। জনগণ আমাদের পক্ষে আছে, আমরা ভয় পাই না।'

আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার করিমপুর খেলার মাঠে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

করিমপুর ইউনিয়ন বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

খায়রুল কবির বলেন, 'আমরা মানবাধিকারে বিশ্বাস করি, মানুষের মৌলিক অধিকারে বিশ্বাস করি, আমরা সংবিধানকে সমুন্নত রাখতে চাই। বিএনপি সব সময় জনগণের ম্যানডেট নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসে।'

'আমরা ফাঁকা মাঠে গোল দিতে চাই না। আগামী দিনে বিএনপি নির্বাচনে যাবে, ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে,' যোগ করেন তিনি।

সমাবেশে সভাপতিত্ব করেন করিমপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আসাদুজ্জামান কাজল। সঞ্চালনা করেন সদস্য সচিব মো. মনিরুল ইসলাম মনির।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বি. জি. রশিদ নওশের, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু সালেহ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনসহ অনেকে।

Comments

The Daily Star  | English

Constitution should be updated

Dr Kamal Hossain, emeritus president of Gono Forum, yesterday recommended updating the constitution.

16m ago