বিএনপির ১৫ সেপ্টেম্বর সমাবেশ দুদিন পেছাল

শুক্র-শনিবার বিএনপির গণসংযোগ-লিফলেট বিতরণ কর্মসূচি
বিএনপির লোগো | সংগৃহীত

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে পূর্ব ঘোষিত ১৫ সেপ্টেম্বরের সমাবেশ দুই দিন পিছিয়েছে বিএনপি।

আজ শনিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তবে বিভাগীয় শহরে আগামীকাল পূর্ব ঘোষিত র‍্যালি অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, বৈরী আবহাওয়া কারণে আগামীকাল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশটি স্থগিত করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বর দুপুর আড়াইটায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রোববার সকাল সাড়ে ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Comments

The Daily Star  | English

Yunus leaves Dhaka for Ctg on first visit as chief adviser

Prof Yunus departed Hazrat Shahjalal International Airport at 8:45am

17m ago