ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে: ফখরুল

ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে: ফখরুল
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

ছাত্র-জনতার বিজয় নস্যাৎ করতে কিছু ব্যক্তি ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বীর উত্তম এর কবরে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ করেন মির্জা ফখরুল।

তিনি জানান, বিএনপিকে সাংগঠনিকভাবে সুদৃঢ় করতে তারা কাজ শুরু করেছেন।

ফখরুল বলেন, 'কিছু সংখ্যক ব্যক্তি আজকে ছাত্র-জনতার এই বিজয়কে নস্যাৎ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে, চক্রান্ত করছে। তারা বিভিন্ন অঞ্চলে গোলযোগ সৃষ্টি করে আমাদের দলের নেতাকর্মীদের ওপর অন্যায়ভাবে আরোপ সৃষ্টি করার চেষ্টা করছে।

'আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, আমাদের দলের কোনো নেতাকর্মী এ ধরনের কোনো ঘটনার সঙ্গে জড়িত নয়। যে গোলযোগ সৃষ্টি হচ্ছে, আমরা সেগুলো বন্ধ করতে চেষ্টা করছি,' বলেন তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, 'আমরা একটি নতুন বাংলাদেশ চাই। আমরা চাই একটি গণতান্ত্রিক বাংলাদেশ। সাম্য, মানবাধিকার, ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করে আমরা এই নতুন বাংলাদেশ গঠন করতে চাই। আজকে প্রতিষ্ঠাবার্ষিকীর মধ্য দিয়ে স্বেচ্ছাসেবক দল নতুনভাবে গড়ে উঠবে বলে আমরা প্রত্যাশা করি।'

Comments

The Daily Star  | English

Students suffer as NCTB fails to deliver books

Only 37% of 40.15cr textbooks distributed till first half of Jan

11h ago