চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন রোববার

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: বাসস থেকে নেওয়া

চীন সফর নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবাদ সম্মেলন আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে।

আজ শনিবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, 'প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর পরবর্তী প্রেস কনফারেন্স আগামীকাল রোববার বিকেল ৪টায় গণভবনে অনুষ্ঠিত হবে।'

তিন দিনের চীন সফর শেষে বুধবার স্থানীয় সময় রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরেন।

এই সফরে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ও শেখ হাসিনার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া ২২ সমঝোতা স্মারক ও চুক্তি এবং সাতটি ঘোষণাপত্র সই করে বাংলাদেশ ও চীন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এটি ছিল দ্বিতীয় সফর এবং চীনে প্রথম সফর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সফর নিয়ে বেইজিংভিত্তিক চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক সিজিটিএনের প্রতিবেদনের বরাত দিয়ে সংবাদ সংস্থা (বাসস) জানিয়েছেন, চীন ও বাংলাদেশ তাদের সম্পর্ককে একটি ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বে উন্নীত করেছে।

Comments

The Daily Star  | English
Family reunited after 18 years in Bangladesh

Family reunited after 18 years

Stranded in Malaysia, man finally comes back home

1h ago