দেশের মানুষ বলেনি কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে: মঈন খান

‘সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে; সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ?’
দেশের মানুষ বলেনি কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে: মঈন খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা সরকার বলছে কিন্তু এ দেশের মানুষ তো বলেনি কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

আজ শনিবার সকালে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত কমিটির পক্ষ থেকে জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা ও ফাতিহা পাঠ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, 'বিগত ১৫ বছরে যে একদলীয় শাসন; অলিখিত বাকশাল। সেই বাকশালের শাসনের ফলশ্রুতিতে বাংলাদেশের মানুষ আজ নির্যাতিত। আজকে বাংলাদেশের মানুষের বেঁচে থাকার অধিকার নেই। তাদের ভোটের অধিকার নেই, মানবাধিকার নেই। এখানে নারীর অধিকার নেই, এখানে শিশুর অধিকার নেই।'

তিনি বলেন, 'আজকে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে হলে যেটা প্রয়োজন—বাংলাদেশে আজকে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের লাখ লাখ মানুষ মুক্তিযুদ্ধে তাদের বুকের রক্ত ঢেলে দিয়েছিল।'

বিএনপি ক্ষমতার জন্য রাজনীতি করে না মন্তব্য করে মঈন খান বলেন, 'আজকে বিএনপির যে রাজপথে সংগ্রাম, সেটা হচ্ছে একটা পরিবর্তনের জন্য—বাংলাদেশে একদলীয় শাসন চলতে পারে না কারণ বাংলাদেশের মানুষ একদলীয় শাসনে বিশ্বাস করে না। তারা ভোটের অধিকার চায়, তারা কথা বলার অধিকার চায়।'

বিএনপি আন্দোলনে আছে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, বাম-ডান সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে—এ ব্যাপারে জানতে চাইলে মঈন খান বলেন, 'সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে সেটা সরকার বলছে কিন্তু এ দেশের মানুষ তো বলেনি কেউ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।

'তারা প্রকাশ্যে বলেছে, এই সরকার একদলীয় অগণতান্ত্রিক সরকার। এখানে ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে প্রহসন হয়েছে, সেই প্রহসনের নির্বাচনে কোনো জনপ্রতিনিধি নির্বাচিত হয়নি। আওয়ামী লীগ সরকার ঢাকায় বসে কোন আসনে কাকে এমপি বানাবে...সেই প্রতিনিধিগুলো আজকে নিজেদের এমপি বলে নিজেদের জাহির করছে। এই এমপিদের নিয়ে আজকে একটি জনপ্রতিনিধিত্ববিহীন সরকার গঠিত হয়েছে,' বলেন তিনি।

বিএনপির এই নেতা আরও বলেন, 'কাজেই ষড়যন্ত্রের কথা আসছে কেন, সরকার ষড়যন্ত্রের কথা কেন বলছে; সরকার জনগণকে ভয় পায় সেটাই কি কারণ? আজকে জনগণ যা বলেছে, সেটা প্রকাশ্যে বলেছে। এখানে ষড়যন্ত্রের কোনো প্রশ্ন নেই। বাংলাদেশের মানুষ গণতন্ত্র, স্বাধীনতার জন্য শত শত বছর ধরে আন্দোলন করেছে। তারা পরম পরাক্রমশালী মোঘল সাম্রাজ্যের অধীনতা পর্যন্ত বাংলাদেশের মানুষ স্বীকার করে নাই।'

তিনি আরও বলেন, 'বাম, ডান, মধ্য সবাই তো প্রকাশ্যে বলছে যে, এই সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। এ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে। এ দেশের বিচার বিভাগ, জাতীয় সংসদ, নির্বাচন ব্যবস্থা, সিভিল প্রশাসন, পুলিশ প্রশাসন দেখুন। এখানে ষড়যন্ত্রের প্রশ্ন নেই। সরকার প্রকাশ্যে এই অপকর্মগুলো করে গেছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষ; ডান, বাম, মধ্য সবাই মিলে প্রকাশ্যে বলছে যে, বাংলাদেশে এই অবস্থা চলতে পারে না।'

578941

Comments