পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

পিলখানা হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার দ্রুত শেষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

আজ রোববার সকালে রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'অনেকে এখানে জড়িত ছিল। এগুলোকে একটা আকারে আনা, তদন্ত কাজ সম্পন্ন করা, একটা বিরাট কর্মকাণ্ড ছিল। এগুলো শেষ হয়েছে। আপনারা দেখেছেন, প্রাথমিক একটা বিচার হয়েছে। চূড়ান্ত বিচার হয়তো অল্প কিছু দিনের মধ্যেই শেষ হয়ে যাবে আমরা আশা করছি। এটা সম্পূর্ণ আমাদের বিচারিক কার্যক্রমের ওপর নির্ভর করছে। আমরা আশা করছি, শিগগির চূড়ান্ত বিচারটাও আমরা দেখব।'

আমরা হাইকোর্টের একটা ভাষ্য পেয়েছিলাম, এটা সবচেয়ে বড় একটা মামলা। বিচারক সংকটের কারণেও মামলা নিষ্পত্তিতে সময় লাগছে। স্বজনরা প্রশ্ন তুলছেন, অনেক মা বৃদ্ধ, তারা শঙ্কা প্রকাশ করেছেন, আদৌ তারা বিচার দেখে যেতে পারবেন কি না, ১৫ বছর তো হয়ে গেল—এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'আমিও সেটাই বলি যে, যা কিছুই হোক, এটা যেন অতি দ্রুতই হয়। আমরাও সেটাই আশা করি। কবে শেষ হবে সেটা বিচারকরাই জানেন। আদালত থেকে যে সিদ্ধান্ত আসবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমাদের আদালত স্বাধীন, ফলে তারা তাদের মতো করে ন্যায্য বিচার করবে এটাই আমাদের প্রত্যাশা।'

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'এখানে কারও গাফিলতি নেই। বিরাট ধরনের একটা কার্নেজ (হত্যাকাণ্ড) ছিল, সবগুলো একখানে...সঠিকভাবে তদন্ত শেষে এবং বেশ বড় ধরনের বিচারকার্য ছিল। এ সবগুলো একটু সময় নিয়েছে। আমার মনে হয় শিগগির এটা শেষ করতে পারব।'

Comments

The Daily Star  | English

Pilots faked flying records

CAAB inquiry finds, regulator yet to take action

8h ago