প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত সিলেট

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় সড়ক বিভাজকে রং করে রঙিন পতাকা দিয়ে সাজানো হয়েছে। ছবি: শেখ নাসির

আসন্ন জাতীয় নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করতে আগামীকাল বুধবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ উপলক্ষে আগামীকাল দুপুর ২টায় নগরীর চৌহাট্টা এলাকার আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত মহাসমাবেশের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করছে।

কাল সকালে সিলেট পৌঁছে প্রধানমন্ত্রী হযরত শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত করবেন। পরে মহাসমাবেশে বক্তব্য রাখবেন।

সমাবেশ আয়োজনের দায়িত্বে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা জানান, মাঠ ও মঞ্চ ইতিমধ্যে প্রস্তুত হয়েছে। ১০ লাখের বেশি মানুষের সমাগমের লক্ষ্য রেখে প্রচারণা চলছে।

কেবলমাত্র মাঠ নয়, প্রধানমন্ত্রী সফরের সময় যে রাস্তাগুলো ব্যবহার করবেন সেগুলোও সাজানো হয়েছে।

আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় জনসভা করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। ঐতিহাসিক সমাবেশে সারা বিভাগের নেতাকর্মীরা যোগ দেবেন।

গত বছরের ২১ জুন বন্যার সময় প্রধানমন্ত্রীর শেষবার সিলেট সফর করলেও সে সময় কোনো গণসমাবেশ হয়নি। ২০১৮ সালে একই মাঠে তার শেষ গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছিল।

Comments

The Daily Star  | English

Bangabandhu's Dhanmondi-32 residence being vandalised

Protesters stormed and vandalised the Dhanmondi-32 residence of Bangabandhu Sheikh Mujibur Rahman tonight following social media announcements of a "Bulldozer Procession"

2h ago