গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরের জিরানী এলাকায় আজ একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: সংগৃহীত

গাজীপুর মহানগরের জিরানী এলাকায় ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গাজীপুর মহানগরের জিরানী এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে এই ঘটনা ঘটে।

সড়ক সংলগ্ন একটি কারখানার লোকজন ও স্থানীয়রা বাসের আগুন নিভিয়ে ফেলে বলে দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন কাশিমপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি বলেন, সকালে বাসটি যাত্রী নিয়ে কবিরপুর থেকে মিরপুরের দিকে যাচ্ছিল। পথে যাত্রীবেশে ওঠা দুর্বৃত্তরা বাসের ভিতরে পিছনের দিকে আগুন ধরিয়ে দেয়।

এসময় বাসে কয়েকজন যাত্রী থাকলেও দ্রুত যাত্রীরা নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Comments

The Daily Star  | English

Govt calls for patience as it discusses AL issue with parties

Taken the initiative to introduce necessary amendments to the ICT Act, says govt

38m ago