ময়মনসিংহ-৪

রওশনের আসনে আবু মুসাকে মনোনয়ন দিল জাপা

রওশন এরশাদ, আবু মুসা সরকার। ছবি: সংগৃহীত

ময়মনসিংহ-৪ আসনে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক আবু মুসা সরকার।

জাপার চেয়ারম্যান জিএম কাদেরের প্রেস সচিব দেলোয়ার জালালী এই তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ এই আসনের বর্তমান এমপি।

জাপা ২৮৭টি আসনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করে প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেছে। তবে গত সোমবার মনোনয়নপ্রাপ্তদের নাম প্রকাশের সময় ময়মনসিংহ-৪ আসনে কারও নাম ঘোষণা করা হয়নি।

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু তখন সাংবাদিকদের বলেছিলেন রওশন এরশাদের সম্মানে ওই আসনে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি।

আজ বুধবারও রওশন ও তার ছেলে সাদ এরশাদ দলীয় মনোনয়ন ফরম নেননি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

 

Comments

The Daily Star  | English

A new chapter for the nation begins

Chief Adviser Prof Muhammad Yunus yesterday said a new chapter has begun as the reform commissions have charted a course for a Bangladesh long aspired by its people.

10h ago