রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

রোববার থেকে ৪৮ ঘণ্টা হরতালের ডাক বিএনপির

নির্বাচন কমিশনের (ইসি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার থেকে সারাদেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে বিএনপি।

আজ বৃহস্পতিবার বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন বলে জানিয়েছে ইউএনবি।

তিনি বলেন, 'রোববার সকাল ৬টা থেকে হরতাল শুরু হবে।'

রিজভী বলেন, 'নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের জন্য সরকারের ওপর চাপ সৃষ্টি করতে এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ গ্রেপ্তারকৃত সব নেতাকর্মীর মুক্তির জন্য তারা হরতাল পালন করবেন।'

একইসময়ে হরতালের ডাক দিয়েছে গণঅধিকার পরিষদ ও লেবার পার্টিও।

তফসিল ঘোষণার প্রতিবাদে আজ অর্ধদিবস হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক ফ্রন্ট। বিএনপির সঙ্গে সরকার পতনের এক দফা আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চও আজ দিনব্যাপী হরতাল করছে। এর সঙ্গে বিএনপির পঞ্চম দফা অবরোধ কর্মসূচি চলছে।
 

Comments

The Daily Star  | English

Fakhrul calls for unity among parties to restore democracy

Says empowering people through elections is the shared responsibility of all political forces

54m ago