রাজধানীতে ৫ বাসে আগুন

রাজধানীতে ৪০ মিনিটে ৩ বাসে আগুন
আরামবাগে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ছে বাস। ছবি: সংগৃহীত

ঢাকার আরামবাগ, গাবতলী গুলিস্তান, যাত্রাবাড়ী ও মিরপুরে পাঁচটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রাত ৮টা ২০ মিনিটে নটরডেম কলেজের সামনে আরামবাগ পুলিশ বক্সের সামনে লাল-সবুজ পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভাতে কাজ করছে।

অন্যদিকে গাবতলী বাসস্ট্যান্ডের সামনে রাত ৮টা ৩০ মিনিটের দিকে গাবতলী এক্সপ্রেসের একটি বাসে আগুন দেওয়া হয়। কল্যাণপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট সেখানে কাজ করছে।

তৃতীয় ঘটনাটি ঘটে গুলিস্তানে রাত ৯টার দিকে। সেখানে সুন্দরবন স্কয়ার মার্কেটের সামনে সময় নিয়ন্ত্রণ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। 

যাত্রাবাড়ী ফলপট্টির সামনে রাত ৯টা ২৭ মিনিটে আনাবিল পরিবহনের যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পোস্তগোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিট কাজ করছে।

ঢাকার বাইরে গাজীপুরের জয়দেবপুরের যুগিতলায় একটি পিকআপ ভ্যানে আগুন দেওয়ার খবর পাওয়া গেছে।

রাত সাড়ে ১১টার দিকে কাফরুল থানার বিপরীতে মিরপুর-১৩ নম্বরে প্রজাপতি পরিবহনের বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কনট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন দ্য ডেইলি স্টারকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আগামী রোববার ও সোমবার দেশব্যাপী অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। অবরোধ শুরু হওয়ার আগে বাসে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটল।

 

Comments

The Daily Star  | English

Dhaka airport receives 2nd bomb threat

Operations at HSIA continue amid heightened security

56m ago