এবার জিগাতলায় যাত্রীবাহী বাসে আগুন

মিরপুরে বিআরটিসি বাসে আগুন
প্রতীকী ছবি

রাজধানীর জিগাতলায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ বুধবার রাত ৯টা ২৩ মিনিটে সাত মসজিদ রোডে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের অপারেটর ফরহাদুল আলম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে এ ঘটনার বিস্তারিত জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি।

জানতে চাইলে জিগাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ডেইলি স্টারকে জানান, রমজান পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়েছে।

এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে বলে দাবি করেন তিনি। 

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুরান ঢাকার তাঁতিবাজারে ও রাত ৮টার দিকে কাকলী এলাকায় দুটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

  

Comments

The Daily Star  | English

Humanitarian corridor: 'First get guarantee for Rohingya return'

'The interim government has agreed in principle to allow a humanitarian corridor under UN supervision with certain conditions'

12h ago