ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা জামায়াতের

গাজীপুরে জামায়াতের মিছিল। ছবি: সংগৃহীত

বিএনপির অবরোধের তৃতীয় দিনে আজ বৃহস্পতিবার গাজীপুরে মহানগরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত-শিবির নেতাকর্মীরা।

গাজীপুর মহানগর জামায়াতের কর্মপরিষদ সদস্য ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি নেতা সালাহউদ্দিন আইয়ুবী জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড় বাড়ি এলাকায় বিক্ষোভ মিছিল হয়েছে এবং মহাসড়ক অবরোধের জন্য মিছিল করেছি।

তিনি জানান, গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইনের নেতৃত্বে অবরোধ কর্মসূচি হয়।

একই দিন সকালে গাজীপুর মহানগর জামায়াতের নেতাকর্মীরা মেট্রো অঞ্চল গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি রোডে মিছিল করে।

তবে গাজীপুর মহানগর গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইবরাহীম হোসেন দ্য ডেইলি স্টারকে জানান, 'জামায়াত-শিবির কখন মিছিল করেছে তা আমার জানা নাই।'

গত রাত ৯টার দিকে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে ১১ জন জামাত ও শিবির নেতাকে আটক করেছে পুলিশ।

টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম তাদের গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছেন।

Comments

The Daily Star  | English

Postgraduate trainee doctors block Shahbagh demanding stipend hike

The blockade resulted in halt of traffic movement, causing huge suffering to commuters

Now