অবরোধের দ্বিতীয় দিন: রাজধানীতে যান চলাচল বেড়েছে

রাজধানীর কারওয়ান বাজার মোড়ের সকাল ১০টার চিত্র। ছবি: আরাফাত রহমান/স্টার

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিন আজ বুধবার প্রথম দিনের তুলনায় যান চলাচল বেড়েছে। একইসঙ্গে সড়কে বের হওয়া মানুষের সংখ্যাও বেড়েছে। সতর্ক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও।

আজ বুধবার সকাল থেকে সরেজমিনে রাজধানীর শেওড়াপাড়া, কাজীপাড়া, আগারগাঁও, ফার্মগেট, বাংলামোটর, নয়াপল্টন, যাত্রাবাড়ী, সাইনবোর্ড, শনির আখড়া, মাতুয়াইল, রায়েরবাগে ঘুরে এ চিত্র দেখা গেছে।

দ্য ডেইলি স্টারের প্রতিবেদকরা জানান, গতকালের তুলনায় আজ সড়কে গণপরিবহন, ব্যক্তিগত গাড়িসহ অন্যান্য যানবাহনের সংখ্যা বেড়েছে। কয়েকটি বাসস্টপেজে কিছু যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বাংলামোটর মোড়ে অবস্থান করছেন পুলিশ সদস্যরা। ছবি: আরাফাত রহমান/স্টার

শেওড়াপাড়ায় কথা হয় সিএনজিচালিত অটোরিকশাচালক রবিন হোসেনের সঙ্গে। ডেইলি স্টারকে তিনি বলেন, 'শনিবারে দৌড়ানি খাইছি। সেই ঘটনার পর আতঙ্কে ছিলাম যে কী হয়। এরপর কয়েকদিন বের হই নাই। কিন্তু গতকালের পরিস্থিতি শান্ত দেখে আজ অটোরিকশা নিয়ে বের হয়েছি।'

যাত্রাবাড়ী মোড়ে বাসের অপেক্ষায় থাকা মাজেদুল হক ডেইলি স্টারকে বলেন, 'আজ পরিস্থিতি স্বাভাবিক মনে হচ্ছে। একের পর এক বাস আসছে। তবে এখনো জনমনে কিছুটা শঙ্কা আছে। কী হতে পারে তা বলা মুশকিল।'

যাত্রাবাড়ী এলাকায় অবস্থান করছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছবি: দীপন নন্দি/স্টার

মিরপুর রুটের শিখর পরিবহনের একটি বাসের চালক আসাদ বলেন, 'আমি যদি গাড়ি না চালাই, তাহলে কীভাবে জীবিকা নির্বাহ করব? কিছুটা ভয় করছে। কিন্তু তারপরও বের হয়েছি। সড়কে পুলিশ ও ট্রাফিক পুলিশ আছে। তবে খুব বেশি যাত্রী নেই।'

যাত্রাবাড়ী এলাকায় দায়িত্বরত এক পুলিশ সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'যেকোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি রোধে আমরা সতর্ক অবস্থায় রয়েছি।'

যাত্রাবাড়ী এলাকায় গতকাল তুলনায় আজ যান চলাচল বেড়েছে। ছবি: দীপন নন্দি/স্টার

আজ যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় যাত্রাবাড়ী মোড়ে হালকা যানজট দেখা যায়। সেখানে ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে থাকা কনস্টেবল মফিজুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'এখন অনেক বেশি যানবাহন আছে। সিগন্যাল দেওয়া দরকার, অন্যথায় যানজট বাড়তে পারে।'

Comments

The Daily Star  | English

The ceasefire that couldn't heal: Reflections from a survivor

I can’t forget the days in Gaza’s hospitals—the sight of dismembered children and the cries from phosphorus burns.

6h ago