বনানীতে আমির খসরুর বাসায় তল্লাশি

পুলিশ জানিয়েছে, তারা ‘দায়িত্ব পালন’ করছেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। স্টার ফাইল ফটো

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসায় তল্লাশি চালিয়েছে পুলিশ।

আজ সকাল সাড়ে ৯টার দিকে বনানীতে আমির খসরুর দুটি ফ্ল্যাটে পুলিশ তল্লাশি চালায়। তবে এ সময় বাসায় ছিলেন না তিনি।

তার ছেলে ইসরাফিল খসরু দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে ডিবি পুলিশের সদস্যরা আমাদের দুটি ফ্ল্যাটে এসে বাবাকে খুঁজতে তল্লাশি চালায়।'

বাসায় তল্লাশির পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আমির খসরুর ছেলে ইসরাফিল খসরু। ছবি: সাজ্জাদ হোসেন/স্টার

'তারা বাসার প্রতিটি রুম খুঁজে দেখেন। বাবার পাসপোর্ট ও মায়ের মোবাইল ফোন নিয়ে যান। প্রায় ৪০-৫০ মিনিট পর আবার ফেরত দেন,' যোগ করেন তিনি।

ইসরাফিল আরও বলেন, 'বাবা কোথায় আছেন ডিবি পুলিশ জানতে চেয়েছে। আমি জানিয়েছি যে, গতকাল সমাবেশ শেষে বাসায় ফেরননি বাবা।' 

'তল্লাশির কারণ জানতে চাইলে পুলিশ আমাদের বলেছেন যে তারা "দায়িত্ব পালন" করছেন। তল্লাশির সময় আমরা পুলিশ সদস্যদের সহযোগিতা করেছি,' বলেন তিনি। 

আমির খসরুর ছেলে ইসরাফিল আরও বলেন, 'আমি এ ঘটনায় অবাক হইনি। আর কিছু বলতে চাই না।'

এর আগে আজ সকাল সাড়ে ৯টার দিকে গুলশানের বাসা থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে পুলিশ।

Comments