বিএনপি ঢাকায় লোক জড়ো করছে, সচিবালয় অবরোধের ঘোষণা দেবে: ওবায়দুল কাদের

বিএনপির ঢাকা অবরোধ
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ফটো

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ১৮ অক্টোবর সামনে রেখে ঢাকায় লোক জড়ো করছে। ঢাকা শহর অবরোধ করবে, সমাবেশ থেকে সচিবালয় অবরোধের ঘোষণা দেবে। 

আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে যুবলীগ আয়োজিত যুব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, 'ঢাকা সিটির খবর রাখেন? ১৮ তারিখ সামনে রেখে মির্জা ফখরুল ডিসেম্বর মাসের মতো নেতাকর্মীদের ঢাকা আনতে শুরু করেছে। হোটেলগুলোতে সিট খালি নাই। সব সিট তারা বুক করে ফেলেছে। ঢাকা শহরে নতুন বাড়ি হচ্ছে, খালি ফ্ল্যাট আছে, সব তারা বুক করে ফেলেছে।'

'আবার ডিসেম্বর মাসের মতো সরকার পতনের স্বপ্ন দেখেছে মির্জা ফখরুল ইসলাম, খোয়াব দেখছে। ফখরুলের আন্দোলন, বিএনপির আন্দোলন ভুয়া,' বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, 'এরা ঢাকা শহরে লোক জমায়েত করবে, অবরোধ করবে, এই শহরে সচিবালয় থেকে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা অবরোধ করার কর্মসূচি তারা ১৮ তারিখে ঘোষণা করবে। তারা সেই ষড়যন্ত্র করছে।'

বিএনপি মহাসচিব মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, 'ফখরুল মাঝে মাঝে আজগুবি বার্তা ছড়াচ্ছে। ফখরুল বলে হাওয়া থেকে পাওয়া খবর। এখন ভালোই আসছে, টাকা পয়সার নতুন চালান আসছে। মালপানি ভালোই। গত ডিসেম্বরের চেয়েও সরবরাহ এখন একটু বেশি। টাকার বস্তার ওপর বসে আছে।'

'টাকা দিয়ে আন্দোলন হয়নি। ওই টাকার আন্দোলন গোলাপবাগের গরুর হাটের গর্তের মধ্যে চলে গেছে। এখন আবার আন্দোলন,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'ফখরুল বলে, পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে বিএনপিকে সাহস জোগাচ্ছে। আমরা এটা জানি না। মিথ্যা কথা আর কত বলবা ফখরুল। পশ্চিমা বিশ্বের যারা বাংলাদেশে এসেছে, যারা আমাদের সঙ্গে কথা বলেছে, বিদেশে বলেছে, দেশে বলেছে। তারা বলেছে, বাংলাদেশের নির্বাচনে তারা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এ কথা আমেরিকাও বলেছে, এ কথা ইউরোপও বলে দিয়েছে। ফখরুল কোথা থেকে হাওয়া থেকে মিছা আজগুবি খবর...খেলা হবে, ছাড় দেব না ফখরুল। ডিসেম্বরের চেয়েও কড়া খেলা হবে।'

তিনি বলেন, 'খেলা হবে হাওয়া ভবনের বিরুদ্ধে, খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। ফাউল করলেই লাল কার্ড। লাল কার্ড তৈয়ার হয়ে আছে। আওয়ামী লীগের অ্যাকশন, যুবলীগের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন।'

ওবায়দুল কাদের বলেন, '১৮ তারিখে আমরা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, গুলিস্তান এলাকা, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে জমায়েত হব। এখন প্রবেশ করছ চুরি করে, চুরি করে এসে আত্মীয়–স্বজনের বাসায়। ফখরুল বলেছে, অতিরিক্ত কাপড় আনতে, ক্ষমতা দখল করার জন্য। তো আমরা কি দাঁড়ায়া ললিপপ খাব? যুবলীগের যুবকরা, ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ আমরাও প্রস্তুত আছি। অবরোধ করলে বিএনপি অবরোধ হয়ে যাবে। তাদের অবরোধ করা হবে। এরপরে পালাবার পথ পাবা না। শাপলা চত্বর থেকে শেষ রাতে পালায় গেল না? আরও করুণ পরিণতি হবে বিএনপির।'

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, '১৮ তারিখে আরও বেশি করে আসতে হবে। যুবলীগের আরও বিশাল মিছিল আসবে। আমরাও সেদিন আন্দোলনে নবতর পথযাত্রার সূচনা করব শেখ হাসিনার নেতৃত্বে। আন্দোলনের মিছিল বয়ে নিয়ে যাব বিজয়ের বন্দরে।'

Comments

The Daily Star  | English
Bangladesh-India relations

The Indian media and Bangladesh-India relations

The bilateral relationship must be based on a "win-win" policy, rooted in mutual respect, non-hegemony, and the pursuit of shared prosperity and deeper understanding.

17h ago