আ. লীগের ধানমন্ডি কার্যালয়ে ইউএস পিস ইনস্টিটিউটের প্রতিনিধি দল

শুক্রবার বিকেল ৪টার দিকে মার্কিন প্রতিনিধি দল ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছান। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন ইউএস ইনস্টিটিউট ফর পিস (ইউএসআইপি) এর প্রতিনিধি দল।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তারা ধানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে পৌঁছালে ফুল দিয়ে শুভেচ্ছা জানান দলের সভাপতিমণ্ডলীর সদস্য লে. কর্নেল (অব) মোহাম্মদ ফারুক খান। পরে উভয় পক্ষের মধ্যে বৈঠক শুরু হয়।

মার্কিন প্রতিনিধি দলে আছেন-ইউএসআইপির প্রতিনিধি জেফরি ম্যাগডোনাল্ড, ডেন মার্কি এবং ইশা গুপ্তা। 

কার্যালয়ে আরও উপস্থিত আছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ড. ইনাম আহমেদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহমেদসহ কেন্দ্রীয় নেতারা।

এর আগে, গত সোমবার দুপুরে রাজধানীর একটি হোটেলে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৈঠকে নেতৃত্ব দেন। 

বুধবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রতিনিধি দলের সদস্যরা। একই দিন সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গেও বৈঠক করেন তারা।

Comments

The Daily Star  | English

Mirza Abbas accuses 'a party' of taking 'hadia' from Bashundhara, City Group, others

Mirza Abbas also BNP cannot be removed from public sentiment through "conspiracy"

2h ago