শিশুবান্ধব নগর গড়তে জেলা প্রশাসনের জমি চাইলেন আইভী

শিশুবান্ধব নগর গড়তে জেলা প্রশাসনের জমি চাইলেন আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী | ছবি: টেলিভিশন থেকে নেওয়া

দেশের প্রতিটি জেলা শহরকে শিশুবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর কাছে জেলা প্রশাসনের জমি চেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী।

জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে আজ বৃহস্পতিবার গণভবনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ দাবি জানান।

প্রধানমন্ত্রীর উদ্দেশে আইভী বলেন, 'আপনি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মন্ত্রিপরিষদের সার্কুলার জারি করেছেন—প্রত্যেকটা সিটি আপনি শিশুবান্ধব নগরী গড়তে চান। অর্থাৎ আপনি খেলার মাঠ চান, পার্ক চান; মানুষ হাঁটবে। অত্যন্ত দুঃখের বিষয়, পৌরসভা-সিটি করপোরেশনগুলোতে সেভাবে জায়গা নেই। জায়গার অভাবে আমরা আপনার সেই নির্দেশ সেভাবে পালন করতে পারছি না।'

'আপনি যদি একটা নির্দেশ দেন জেলা প্রশাসককে; তার কাছে প্রচুর জায়গা থাকে, খাস জায়গা, অব্যবহৃত প্রচুর ল্যান্ড। আমরা ওই জমির মালিক হতে চাই না, আমরা শুধু ব্যবহার করতে চাই,' বলেন তিনি।

আইভী আরও বলেন, 'অর্থ মন্ত্রণালয় একটি সার্কুলার জারি করেছে; ২০১১ সালে পরিপত্র ছিল, এখন এই দুঃসময়ে, যখন অর্থনৈতিক সংকট চলছে তখন বলা হচ্ছে, আমরা যে প্রকল্প নিই না কেন, আমাদের ঋণ নিতে হবে এবং দুই শতাংশ সুদ দিতে হবে। এটা কোনো অবস্থাতেই সম্ভব না—যারা আমরা নতুন সিটি করপোরেশন। আমার সিটি করপোরেশনের বয়স মাত্র ১১, আমার পক্ষে কোনো অবস্থাতেই সম্ভব না ৩০০-৫০০ কোটি টাকা ঋণ নিয়ে দুই শতাংশ সুদে পরিশোধ করা।'

প্রধানমন্ত্রীকে এই বিষয়টি তিনি বিবেচনা করার অনুরোধ জানিয়ে আইভী বলেন, 'আপনি আমাদের যেভাবে অনুদান দিচ্ছিলেন, আমরা ২৫ শতাংশ আপনার সঙ্গে যুক্ত হই। বাকিটা আপনি আমাদের অনুদান দেন। আমরা আপনার হয়ে কাজ করতে চাচ্ছি। স্থানীয় সরকার যদি শক্তিশালী হয়, আপনি শক্তিশালী হবেন। আমাদের এমপি-মন্ত্রী শক্তিশালী হবে। আমরা নির্বাচনের সময় ভালোভাবে প্রচার করতে পারব। আপনার নেতৃত্বে আমরা এগিয়ে যেতে চাই। আপনাকে প্রধানমন্ত্রী চাই পুনরায়।'

Comments

The Daily Star  | English

BNP not in favour of banning any political party: Fakhrul

'Who are we to ban a political party? The people will decide,' says the BNP leader

46m ago