বৃষ্টি উপেক্ষা করে নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীরা, কালো পতাকা মিছিল শুরু
বৃষ্টি উপেক্ষা করে কালো পতাকা গণমিছিলে অংশ নিতে নয়াপল্টনে জড়ো হয়েছেন বিএনপির নেতাকর্মীরা।
এক দফা দাবিতে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এই মিছিল শুরু হয়েছে।
আজ শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ট্রাকের ওপর তৈরি অস্থায়ী মঞ্চে মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
পরে বিকেল ৪টা ২০ মিনিটে রাজধানীর নয়াপল্টন মোড় থেকে বিএনপির ঢাকা দক্ষিণ মহানগর শাখার উদ্যোগে মিছিল শুরু হয়। মিছিলটি নারিন্দা এলাকায় গিয়ে শেষ হবে।
এদিকে, ঢাকা উত্তর মহানগর বিএনপিও বিকেল ৪টায় কালো পতাকা হাতে আরেকটি গণমিছিল বের করে, যা শ্যামলী মোড় থেকে শুরু হয়ে মোহাম্মদপুরের বসিলায় গিয়ে শেষ হবে। মিছিলটির নেতৃত্ব দিচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এর আগে সমাবেশস্থল থেকে দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী জানান, দুপুর সোয়া ২টায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি শুরু হওয়ার পরও বৃষ্টিতে ভিজে নেতাকর্মীরা কালো পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে নয়াপল্টনে অবস্থান করছেন।
এর আগে দুপুর ১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হতে শুরু করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগানে কর্মসূচির প্রাঙ্গণ মুখরিত করে তুলেন।
Comments