গাবতলীতে বিএনপির মিছিলে আওয়ামী লীগের হামলা

ছবি: প্রবীর দাশ/স্টার

ঢাকার প্রবেশপথ গাবতলীতে বিএনপির মিছিলে হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে ২ জন আহত হয়েছেন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে গাবতলী বেড়িবাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে দ্য ডেইলি স্টারের নিজস্ব প্রতিবেদক জানান, টেকনিক্যাল মোড় থেকে সাভারমুখী লেনে বেড়িবাঁধের দিকে বিএনপির একটি মিছিল যাচ্ছিল। সেই সময় পেছন থেকে আরেকটি মিছিল নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপি নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালান। এতে রাজিব নামে এক কিশোরসহ ২ জন আহত হন।

এর আগে গাবতলী থেকেই বিএনপি নেতা আমানউল্লাহ আমানসহ দলটির ৮-১০ জন কর্মীকে তুলে নিয়ে যায় পুলিশ।

Comments

The Daily Star  | English

Consumption culture only producing waste: Prof Yunus

The chief adviser, at COP29, calls for a new economic framework to tackle climate crisis

1h ago