চট্টগ্রামে আ. লীগের নির্বাচনি ক্যাম্পে হামলার অভিযোগ তুলে বিএনপি কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগ
বন্দরনগরী চট্টগ্রামের কাজীর দেউড়িতে নাসিমন ভবনে বিএনপির দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রলীগ-যুবলীগের বিরুদ্ধে।
বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার সময় ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছে, এমন অভিযোগ তুলে আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর নূর আহম্মেদ সড়কে বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
বিএনপি নেতাদের অভিযোগ, নগরীর খুলশী থানাধীন ওয়াসা মোড় থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের একদল নেতাকর্মী নাসিমন ভবনে এসে বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে ভাঙচুর করে।
এ সময় তারা বিএনপি কার্যালয়ের সামনের পোস্টার-ব্যানার ছিঁড়ে অগ্নিসংযোগ করে।
পুলিশ এতে বাধা দিলে ছাত্রলীগকর্মীরা বিএনপি কার্যালয় লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে অভিযোগ বিএনপি নেতাকর্মীদের।
চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন অভিযোগ করে দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোনো ধরনের উস্কানি ছাড়াই আওয়ামী লীগ, যুবলীগের নেতাকর্মীরা আমাদের কার্যালয়ে ভাঙচুর করেছে।'
আওয়ামী লীগের অভিযোগ, বিএনপি নেতাকর্মীরা পদযাত্রার সময় ওয়াসা মোড়ে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে ভাঙচুর করেছে।
মহিউদ্দিন বাচ্চু দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমার নেতাকর্মীরা নির্বাচনী ক্যাম্পে বসেছিলেন। তখন বিকেল সাড়ে ৫টা। বিএনপির কর্মীরা তাদের দলীয় কর্মসূচি শেষ করে ফেরার পথে আমার নির্বাচনী ক্যাম্পে হামলা ও ভাঙচুর চালায়।'
এ বিষয়ে জানতে চাইলে শাহাদাত হোসেন বলেন, 'আমরা কোথাও কোনো ধরনের ভাঙচুর করিনি। আমাদের কর্মসূচি শেষ হয়েছে দেওয়ান হাট মোড়ে। আমাদের কর্মীরা ওয়াসার মোড় দিয়ে ফিরে যাবে কেন?'
জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির দ্য ডেইলি স্টারকে বলেন, 'বিএনপি কার্যালয়ের সামনে ছাত্রলীগ অবস্থান নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।'
Comments