বিএনপি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে: বাহাউদ্দীন নাছিম

রাজধানীর তেজগাঁও থেকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুর হয়। ছবি: রাশেদ সুমন/স্টার

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেছেন, বিএনপি আমাদের পায়ে পাড়া দিয়ে ঝগড়া করছে।

তিনি বলেন, 'যারা দেশে সংঘাতময় পরিস্থিতি তৈরি করতে চায় আমরা তাদের থেকে সাবধান থাকব। তাদের থেকে সতর্ক থাকব।

আজ বুধবার রাজধানী ঢাকায় আওয়ামী লীগের 'শান্তি ও উন্নয়ন শোভাযাত্রার' আগে তেজগাঁওয়ের সাতরাস্তা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দীন নাছিম আরও বলেন, 'বিদেশিরা কাউকে ক্ষমতায় বসাতে পারে না। দেশের মানুষ যাকে ভোট দেবে, সেই দেশের ক্ষমতায় আসবে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এ কর্মসূচিতে দলের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, 'আগামী জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি পদযাত্রাসহ নানা কর্মসূচি দিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য একটাই দেশটাকে অস্থিতিশীল করা।'

বিএনপির উদ্দেশে তিনি বলেন, 'আপনারা রাজনৈতিক দল রাজনীতি করেন। আপনারা বিদেশি ষড়যন্ত্রের ক্রীড়নক হয়েন না। লাঠি দিয়ে ভয় দেখাতে যায়েন না। তাহলে উল্টা বিপদ হবে।'

শোভাযাত্রা সাতরাস্তা থেকে শুরু হয়ে তিব্বত, নাবিস্কো হয়ে মহাখালী বাস টার্মিনাল গিয়ে শেষ হবে।

Comments