আমি নিরাপত্তা নিয়ে চিন্তিত: হিরো আলম

নির্বাচন করবেন না হিরো আলম
হিরো আলম। ছবি: সংগৃহীত

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম অভিযোগ করে বলেছেন যে, কিছু লোকজন তাকে মারার জন্য খুঁজছে। নিরাপত্তা নিয়ে তিনি চিন্তিত।

আজ বুধবার দুপুরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করবেন বলে দ্য ডেইলি স্টারকে জানিয়েছেন হিরো আলম।

তিনি বলেন, 'আজ ভোর সাড়ে ৫টার দিকে ৪টি মোটরসাইকেল নিয়ে ৮ থেকে ১০ জন আমার মহানগর প্রজেক্টের অফিসে এসে নিরাপত্তা কর্মীর সঙ্গে দুর্ব্যবহার করেছেন। নিরাপত্তা কর্মীকে তারা বলেছে, 'হিরো আলমকে ডাক দে, সে কোথায় থেকে লাইভ করছে, ওকে ডাক দে, ওর খবর আছে।'

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন জানিয়ে হিরো আলম ডেইলি স্টারকে বলেন, 'আমি বর্তমানে আশকোনা এলাকায় হাসপাতালে ভর্তি আছি। আজ দুপুরে এখানে সাংবাদিকদের ডেকেছি। আমার নিরাপত্তা নিয়ে চিন্তিত। সেই বিষয় নিয়ে আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে চাই।'

Comments

The Daily Star  | English

Jon Kabir wins Best Podcast Creator Award

Jon Kabir, a name synonymous with Bangla rock, first rose to fame as the frontman for Black in the early 2000s. After leaving Black to form Indalo, he embraced a new musical direction

44m ago