চৌদ্দগ্রামে আ. লীগের ২ গ্রুপের সংঘর্ষ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত

ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদরের চৌদ্দগ্রাম বাজার ও বিসিক এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এতে করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। এসময় কিছু যানবাহন ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা-১১ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য মুজিবুল হক ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমানের অনুসারীদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়।

ছবি: সংগৃহীত

অভিযোগ আছে, আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এমপি মুজিবুল হক সমর্থকদের আয়োজিত অনুষ্ঠানের মঞ্চ প্রতিপক্ষের লোকেরা ভাঙচুর করলে এই সংঘর্ষের সৃষ্টি হয়।

সংঘাতের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঢাকামুখী লেনে যান চলাচল বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হোসেন। 

তিনি জানান, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিগগিরই রাস্তায় যানচলাচল স্বাভাবিক হবে।

চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, সকালে সংঘর্ষ শুরু হলে প্রথমে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে থেমে থেমে কিছু যানবাহন চলাচল করে।  

Comments

The Daily Star  | English

Govt mulling incorporating ‘three zero’ theory into SDG

The government is considering incorporating the "three zero" theory of Chief Adviser Professor Muhammad Yunus into Sustainable Development Goals (SDGs)

1h ago