নাটোরে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

মানচিত্রে নাটোর
মানচিত্রে নাটোর। স্টার ফাইল ফটো

নাটোরে জেলা বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

আজ শনিবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার পূর্বঘোষিত কর্মসূচি ঘিরে ভোর থেকেই জেলা কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। এর মধ্যে সকাল পৌনে ৭টার দিকে একদল দুর্বৃত্ত মোটরসাইকেল নিয়ে এসে ২টি ককটেল বিস্ফোরণ ঘটায়। সেই সময় আরও ২টি ককটেল নিক্ষেপ করলেও তা বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ গিয়ে সেটা উদ্ধার করে। এই ঘটনায় কেই হতাহত হননি।

এরপর বিএনপির কর্মসূচি স্বাভাবিকভাবে চলা শুরু হলেও বৃষ্টির কারণে তা বন্ধ হয়ে যায়।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'আওয়ামী লীগের সন্ত্রাসীরা ককটেল নিক্ষেপ করে আমাদের কর্মসূচি বানচাল করতে চেয়েছে। কিন্তু তা পারেনি। আমরা আমাদের কর্মসূচি যথাসময়ে চালিয়ে যাচ্ছিলাম। পরে বৃষ্টির কারণে তা বন্ধ করে দিতে হয়।'

নাটোরের পুলিশ সুপার (এসপি) সাইফুর রহমান ডেইলি স্টারকে বলেন, 'পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে এই ঘটনা ঘটেছে। কে বা কারা তা করেছে, সেটা এখনো জানা যায়নি। পুলিশ ঘটনা তদন্ত করছে।'

জেলা বিএনপির আজকের কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালু।

একই দিনে বিএনপি কার্যালয়ে কাছাকাছি স্থানে সমাবেশ করছে জেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ ও রিকশা শ্রমিক লীগ।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস ডেইলি স্টারকে বলেন, 'আমি ঢাকায় আছি। তবে নাটোরে আমাদের দলের শান্তিপূর্ণ কর্মসূচি পালিত হচ্ছে বলে খবর পেয়েছি।'

Comments

The Daily Star  | English

Jatrabari turns into battlefield as students clash

Scores of people were injured as students of three colleges clashed at Dhaka's Jatrabari today, turning the area into a battlefield

5h ago