বরিশাল সিটি নির্বাচন বর্জনের ঘোষণা বাসদের

বরিশাল, বরিশাল সিটি করপোরেশন নির্বাচন, বাসদ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, ডা. মণীষা চক্রবর্তী,
বরিশালের ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ডা. মণীষা চক্রবর্তী। ছবি: টিটু দাস

বরিশাল সিটি করপোরেশন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল  (বাসদ)।

আজ বুধবার সকাল ১১টায় বরিশালের ফকিরবাড়ি রোডে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বাসদের জেলা সদস্য সচিব ডা. মণীষা চক্রবর্তী।

ডা. মণীষা চক্রবর্তী বলেন, 'দলীয় সরকারের অধীনে আওয়ামী লীগের অনুগত দলগুলো নিয়ে পাতানো নির্বাচনের যে আয়োজন চলছে, তাতে অংশ নিয়ে আমরা জালিয়াতির নির্বাচনকে বৈধতা দিতে চাই না।'

তিনি আরও বলেন, 'সরকারি দলের মেয়র প্রার্থী ঘোষণার পর আরও একটি গায়ের জোরের নির্বাচনেরই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যে নির্বাচনে জনগন ভোট দিতে পারবে না, সে নির্বাচনে অংশ নিয়ে আমরা জনগনকে বিভ্রান্ত করতে চাই না। তাই আগামী ১২ জুন অনুষ্ঠেয় বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আমরা বর্জন করছি।'

ডা. মণীষা জনগণের সব ধরনের অধিকার আদায়ে মাঠে থেকে আন্দোলন সংগ্রামেরও ঘোষণা দেন।

ওই সংবাদ সম্মেলনে বাসদের কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দন দত্ত নান্টুসহ জেলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

Comments

The Daily Star  | English

ICT investigators submit report against Hasina, 2 others

The charges stem from the violent crackdown during the July 2024 mass uprising

48m ago