উজিরপুর

এমপির সামনে আ. লীগ নেতাকে মারধর, বহিষ্কার ৩

উজিরপুর উপজেলা পরিষদ এলাকায় সংসদ সদস্য মো. শাহে আলমের সামনে (ডানে পাঞ্জাবি-চশমা পরা) আওয়ামী লীগের এক সহসভাপতিকে মারধর করছেন আরেক সহসভাপতির অনুসারীরা। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যের সামনে উপজেলা আওয়ামী লীগের এক সহসভাপতি পিটিয়েছে আরেক সহসভাপতির অনুসারীরা।

আজ রোববার সকাল ১০টায় উজিরপুর উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ঘটনার পরিপ্রেক্ষিতে বিকেলে স্থানীয় আওয়ামী লীগের ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গিয়াস উদ্দিন বেপারীর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আহত উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইদরিস সরদার দ্য ডেইলি স্টারকে বলেন, 'সকালে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাওয়ার সময় সাবেক উপজেলা চেয়ারম্যান মো. হাফিজুর রহমান ইকবাল ও তার অনুসারীরা আমাকে এক নেতার নাম ধরে কটূক্তি করলে আমি প্রতিবাদ জানাই।'

'তখন ইকবালের সঙ্গে থাকা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ হাওলাদার, কাজী রিয়াজসহ বেশ কয়েকজন আমাকে কিল-ঘুষি মারে ও পরে লাঠি দিয়ে পেটায়। এ সময় সংসদ সদস্য মো. শাহে আলম সবকিছু দেখলেও বাধা দেননি,' যোগ করেন তিনি।

ইদরিস সরদার আরও বলেন, 'আমার মনে হয় সামনে নির্বাচন, মাঠ গরম করতেই তারা এ ঘটনা ঘটিয়েছে। এ ছাড়া কয়েকদিন আগে এক ঘের ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেছিল ইকবাল। আমি থাকাতে টাকাটা দিতে হয়নি। এজন্য আমার ওপর ক্ষুব্ধ ছিল ইকবাল।'

মারধরে আহত ইদ্রিস সরদার উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি ও মন্ত্রী আবুল হাসানাত আবদুল্লাহর কাছে এ বিষয়ে তিনি অভিযোগ করবেন বলে জানিয়েছেন।

স্থানীয়রা জানান, বরিশাল-২ (উজিরপুর-বানারীপারা) আসনের সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদারের অনুসারী মো. হাফিজুর রহমান ইকবাল এর আগে উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। 

অভিযোগ প্রসঙ্গে উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি হাফিজুর রহমান ইকবাল ডেইলি স্টারকে বলেন, 'মারধরের সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। শুনেছি কর্মীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।'

জানতে চাইলে সংসদ সদস্য মো. শাহে আলম তালুকদার ডেইলি স্টারকে বলেন, 'সকালে দুই পক্ষের মধ্যে সামান্য হাতাহাতি হয়েছে। আমি থামানোর চেষ্টা করেছি, যেন বড় কোনো সংঘর্ষ না হয়।'

তবে সকালে মারধরের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিকেলে স্থানীয় শিকারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ রিয়াজুল ইসলাম কাজী, বামরাইল ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান ও একই ইউনিয়ন যুবলীগের সদস্য জসীম উদ্দিনকে সাময়িকভাবে সংগঠন থেকে বহিষ্কার করেছে উজিরপুর উপজেলা আওয়ামী লীগ।    

এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি বলে উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল হাসান জানিয়েছেন।

Comments

The Daily Star  | English

Nahid warns against media intimidation, vows stern action

The government will take stern action against those trying to incite violence or exert undue pressure on the media or newspapers, said Information Adviser Nahid Islam today

2h ago